Wednesday, July 23, 2025

মাসুক সরদার সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কমিটিতে স্থান পাওয়ায় লন্ডনে আনন্দসভা

Date:

Share post:

শাহিদুর রহমান,দিরাই উপজেলা প্রতিনিধি:

সাবেক তুখোড় ছাত্রলীগ নেতা, দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুক আহমেদ সরদার সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নব গঠিত কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় লন্ডনে আনন্দসভা অনুষ্ঠিত হয়েছে। ‘সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকে’র উদ্যোগে এ আনন্দসভার আয়োজন করা হয়। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টুেরের হল রুমে এ আনন্দসভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিল্পপতি আব্দুল আশিক চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সরফরাজ জুবেরের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজহারুল ইসলাম সিপার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ ফুয়াদ আহমদ। এরপর সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কমিটিতে স্থান করে নেওয়াতে মাসুক আহমেদ সরদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় মাসুক আহমেদ সরদার “সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকে’র সকল সদস্য এবং আগত অতিথিদের ধন্যবাদ জানান, এবং সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সুনামগঞ্জ আওয়ামীলীগ নুরুল হুদা মুকুট এবং নোমান বখত পলিনের নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ। তাদের কারণে আজ সুনামগঞ্জের তৃণমূলের নেতাকর্মীরা মাঠে সক্রিয়। মাসুক সরদার বলেন, এই দুই নেতার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৫টি আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, আজহারুল ইসলাম সিপার মাসুক আহমেদ সরদারের প্রশংসা করে বলেন, মাসুক সরদার হাইস্কুল থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত। সে তার যোগ্যতায় আজ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগে স্থান পেয়েছে। প্রধান অতিথি আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের দেশে গিয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।

আনন্দসভায় উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি আওলাদ আলী রেজা, সাবেক কাউন্সিলর শাহেদ আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর আহমেদুল খান, শিল্পপতি সোহেল কাদের চৌধুরী, জগন্নাথপুর উন্নয়ন সংস্থা ইউকের সহ সভাপতি নাসির উদ্দিন, দিরাই ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী, লন্ডন মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ জুয়েল, লন্ডন মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাসনাত আহমেদ চুনু, এডভোকেট আমিরুল ইসলাম নাজমুল, নওয়াব আলী, রুহুল আমীন, লন্ডন মহানগর যুবলীগের আইন বিষয়ক সম্পাদক দিলওয়ার হোসেন হীরা, সাবেক ছাত্রনেতা ফারুক আহমদ, শায়েল আহমেদ, আক্তার চৌধুরী, আনোয়ার খান, ছাত্রনেতা সুমন শহিদ, এমরানুল হক, বেলায়েত খান, সৈয়দ আরিফ আহমদ, মুহাম্মদ মুরাদুল হক, ছালেকুর রহমান, মাসুম মিয়া তালুকদার, শামসুল হক, যুবায়ের আহমেদ, আবুল হোসেন, মোহাম্মদ বক্কর আহমদসহ বিপুল সংখ্যক প্রবাসী। অনুষ্ঠানে আগতরা মাসুক আহমেদ সরদারের উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যত কামনা করেন, এবং তার মাধ্যমে সুনামগঞ্জে নতুন নেতৃত্ব এগিয়ে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ আনন্দসভায় স্বাগত বক্তব্য রাখেন, আব্দুর রকিব মামুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের জমি দ’খল অতঃপর উ’চ্ছেদ নোটিশ জারী

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী এলাকায় পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) কর্তৃক অধিগ্রহণকৃত সরকারি জমি জবরদখল...

খাগড়াছড়ির রামগড়ে ৭ বছরের শিশু ধ’র্ষণে’র শিকা’র  গ্রে’ফতা’র চা দোকানদার 

খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়নে ৭ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ শাহিন (৫৩) নামের এক চা...

তাড়াশের দলিল লেখক সমিতির সাবেক সভাপতির লাই’সেন্স বা’তিল

মোঃ লুৎফর রহমান লিটন,  সিরাজগঞ্জ   সিরাজগঞ্জের তাড়াশে  দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট করে ভূমি রেজিস্ট্রেশনে  মাত্রা  অতিরিক্ত অর্থ আদায়ের...

খাগড়াছড়ি দেশ গড়তে জুলাই পদ যাত্রা উপলক্ষে প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি দেশ গড়তে জুলাই পদ যাত্রা উপলক্ষে প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। আজ 21 জুলাই সোমবার বিকালে...