Wednesday, August 20, 2025

প্রবীণদের কল্যাণে তথ্য ও প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে’

Date:

Share post:

অনলাইন ডেস্কঃ

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, প্রবীণদের কল্যাণে উন্নত ও আধুনিক তথ্য-প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ সময়ে প্রবীণ নাগরিকরা যাতে ডিজিটাল প্রযুক্তির সব সুযোগ- সুবিধা ও প্রযুক্তিগত সাম্যতা অর্জন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

১লা অক্টোবর ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩’ উপলক্ষ্যে শনিবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে এ আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তারুণ্যের উদ্যম ও প্রবীণের অভিজ্ঞতার সমন্বয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। সভ্যতার অগ্রযাত্রায়ও প্রবীণদের অবদান অনস্বীকার্য।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩′ উদ্যাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে বলে মনে করেন।

মো. সাহাবুদ্দিন বলেন, ‘চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ ও আর্থসামাজিক অবস্থার উন্নতির কারণে বাংলাদেশে প্রবীণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবীণদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত ১৫(ঘ) অনুচ্ছেদ সংযুক্ত করেন।’

তিনি বলেন, ‘প্রবীণদের মর্যাদাসম্পন্ন, দারিদ্র্যমুক্ত, কর্মময়, সুস্থ ও নিরাপদ পারিবারিক ও সামাজিক নীতিমালা, ২০১৩’ ও ‘বাবা-মার ভরণ-পোষণ আইন, ২০১৩’ প্রণয়ন করেছে। প্রবীণদের সামাজিক নিরাপত্তা বিধানে সরকার ১৯৯৭-৯৮ অর্থবছরে বয়স্ক ভাতা প্রবর্তন করে। বয়স্ক ভাতা দেওয়া কার্যক্রমের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে মোট ৫৮ লাখ ১ হাজার জন প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতা প্রদান করা হচ্ছে। বয়স্ক ভাতার সুবিধাভোগীর সঙ্গে ভাতার পরিমাণও ক্রমান্বয়ে বৃদ্ধি করা হচ্ছে। তথ্য প্রযুক্তিরঅপার সম্ভাবনার যুগে বাংলাদেশ
ডিজিটালাইজেশনের পথে অনেক দূর এগিয়ে গেছে।

রাষ্ট্রপতি বলেন, ‘বার্ধক্যে নিঃসঙ্গতা ও একাকীত্বসহ বয়সজনিত বহুবিধ শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। সমাজের সম্মানিত ও শ্রদ্ধেয় এই জনগোষ্ঠী যেন শেষ বয়সে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সে জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি জনহিতৈষী সংগঠন ও বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। পাশাপাশি প্রবীণবান্ধব সমাজ গঠনে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধেও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।’

রাষ্ট্রপতি বিশ্বের প্রবীণদের সুস্বাস্থ্য, শান্তিময় ও মর্যাদাপূর্ণ জীবন কামনা এবং ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উদ্যাপনের সফলতা কামনা করেন।

সি,বিশ্বাষ/নিউজবিডিজার্নালিস্ট২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

পাটগ্রামে লাভলু ইসলাম নামে এক মাদ্রাসাছাত্র নি”খোঁজ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে লাভলু ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র গত ১৭ জুন থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায়...

যশোরে ৫পিস স্ব’র্ণের বা’রসহ আ’টক-১

সোহেল রানাঃ যশোরের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ৬৬৩ গ্রাম ওজনের ৫পিস স্বর্ণের বারসহ আফছার আলী নামে এক পাচারকারীকে...

বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ

মোঃমাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীর পানির বাড়তে থাকায় নদীতীরবর্তী এলাকায় মানুষের নানা সমস্যার মুখোমুখি...

সাত দিনের টা’না বৃষ্টিতে প্লা’বিত গোটা বোম্বাই শহর

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গত কয়েক দিন ধরে গোটা মহারাষ্ট্র রাজ্যের বোম্বাই সহ বিভিন্ন যায়গায় ভারী বৃষ্টিপাতের...