Wednesday, January 14, 2026

দিরাইয়ে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ড. সামছুল হকের নেতৃত্বে উন্নয়ন প্রচারণা সমাবেশ

Date:

Share post:

শাহিদুর রহমান,দিরাই উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি ড. সামছুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশের জনগণ চায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসুক। কারণ উনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে গেছে। বিশে^র দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটালাইজেশন হয়েছে। বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলি টানেলসহ অসংখ্য মেগা উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আমাদের সুনামগঞ্জের রুপ পাল্টে দিয়েছেন। মেডিকেল বিশ^বিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, টেক্সটাইল কলেজ হয়েছে। রেল লাইন, কৃষি ইন্সটিটিউট হচ্ছে।

বুধবার দুপুর ১২টায় দিরাই পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারণা ও উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. সামছুল আরও বলেন, ৩৭বছর ধরে আওয়ামীলীগের রাজনীতি করে যাচ্ছি। পরিকল্পনামন্ত্রীর সহযোগিতা নিয়ে দিরাইয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কাজ করেছি। আর্থসামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে দিরাই শাল্লার অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছি। বিভিন্ন দূর্যোগে এলাকার অসহায় মানুষের পাশে ছিলাম। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এরআগে তিনবার মনোনয়ন চাইলেও প্রধানমন্ত্রীর অনুরোধে সরে দাঁড়িয়েছি। এবার তিনি আমার ওপর আস্থা রাখলে আমি দিরাই-শাল্লার মানুষের কল্যাণে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করব। সমাবেশের পুর্বে ড. সামছুল হক চৌধুরীর নেতৃত্বে দিরাই পৌর শহরে ব্যানার ফেস্টুন নিয়ে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামীলীগ নেতা ময়না মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা মকবুল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. সামছুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, আওয়ামীলীগ নেতা প্রভাষক আনছার আহমদ, গুলজার আহমদ, আজিজুল হক, আইজুর রহমান, আসকর আলী, আনছার আহমেদ, বাউল বশির উদ্দিন সরকার, ছাত্রলীগ নেতা মো. শহীদ তালুকদার, মেহেদী হাসান চৌধুরী, মহিলা লীগ নেত্রী ইউপি সদস্য হাফছা বেগম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাং’সসহ ৪ হাজার মিটার ফাঁ’দ উ”দ্ধার

আশিক বিশ্বাস মোংলা প্রতিনিধি। সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাং'সসহ ৪ হাজার মিটার ফাঁদ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন,...

ফেইসবুক পোস্ট’কে কেন্দ্র করে হাম”লায় বিএনপি কর্মী আ”হত,ভাং’চুর-লুট”পাট

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্রমশই যশোর-৫ মণিরামপুর আসনে বাড়ছে জটিলতা। ইসির প্রচারণায় বিধিনিষেধ...

যশোরে ট্রাক ও মাইক্রোবাসের মুখো’মুখি সং’ঘর্ষ, আ”হত – ৩ ব্যাগভর্তি টাকা লু’ট

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার চুকনগর মহাসড়কে সতীঘাটা ও কুয়াদার মধ্যবর্তী ৭ মাইল নামকস্থানে ট্রাক ও...

অভয়নগরে রোটারিয়ান ইঞ্জিঃ আবুল হাসানের উদ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি, যশোর : “মানবতার ছোঁয়ায় উষ্ণ হোক শীতার্ত মানুষের জীবন”—এই স্লোগানকে সামনে রেখে যশোরের অভয়নগর উপজেলার ভবদহ জলাবদ্ধ...