Sunday, September 14, 2025

শার্শায় বৃক্ষরোপণ কর্মসূচি ও পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন প্রদান

Date:

Share post:

সেহেল রানা, স্টাফ রিপোর্টার ঃ

“বাংলাদেশের গাছ, বাংলাদেশের প্রাণ,গাছ লাগান,বাংলাদেশকে বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় পরিবেশের ভারসাম্যা রক্ষায় বৃক্ষরোপণ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ ও পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গয়ড়া মেহেরুন হাবীব দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর সঞ্চালনায় এবং মাদ্রাসা পর্ষদের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জান্নাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সালমা খাতুন মনি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সুপার আব্দুল কাদের, সহকারী শিক্ষক আবু সাইদ, শার্শা দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল হোসেন বাবু প্রমুখ ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষক আব্দুল মমিন, মাহবুবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, তরুণ সমাজসেবক মেহেদী হাসান দিপুসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে ৩শ’ পিস বিভিন্ন রকমের ফলজ ও বনজ গাছ বিনামূল্যে বিতরণ, ও পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন প্রদান করা হয়েছে।

পরে বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য মাদ্রাসার পক্ষ থেকে জান্নাত ফাউন্ডেশনের পরিচালক সালমা খাতুন মণি,এস কে ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক হাবিবুর রহমান হাবিব,পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মীর বাবর জান বরুন, বিশিষ্ট সমাজসেবক মীর মোস্তফা নাছের এবং পরিবেশ বান্ধব সাংবাদিকতায় এম আর মাসুদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

এবং জান্নাত ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসার সভাপতি ও প্রধান শিক্ষকসহ তিনজনকে আরবি হরফে লেখা সম্বলিত সম্মাননা দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রৌমারী নৌ বন্দর ফলুয়ারচর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ১ম আসরের শুভ উদ্বোধন

আব্দুল খালেক (রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি): কুড়িগ্রামের ব্রহ্মপুত্র দীতে ৪ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা...

রৌমারী চর শৌলমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

আব্দুল খালেক রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম রৌমারী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে চর শৌলমারী ইউনিয়ন কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।৪...

খাগড়াছড়িতে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় সন্তান মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর...

নড়াইলে মা”দক বি’রোধী সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :   নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার...