Friday, August 22, 2025

কালীগঞ্জে দুর্ধর্ষ চুরি,ব্যবসায়ীর ক্ষতি প্রায় ৪ লাখ টাকা

Date:

Share post:

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার পাইকপাড়া টু নলডাঙ্গা রোডের আনন্দবাগ মোড়ে অবস্থিত “মেসার্স লস্কর ট্রেডার্স”- এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১৫ সেপ্টেম্বর দিবাগত রাতে উক্ত চুরির ঘটনাটি সংঘটিত হয় বলে জানা যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটি স্বত্বাধিকারী পাইকপাড়া গ্রামের আব্দুল আজিজ লস্কর এর ছেলে মোঃ রাফিজুল ইসলাম কালীগঞ্জ থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি আনন্দবাগ মোড়ে নিজের দোতলা বাড়ির নিচের দোকান ঘরে সার, কীটনাশক ও ডিজেল বিক্রয় করেন। ঘটনার রাতে ৯ টার দিকে দোকান বন্ধ করে তিনি উপরে বাসায় যেয়ে ভারত – বাংলাদেশের মধ্যকার অনুষ্ঠিত ক্রিকেট খেলা দেখতে থাকেন। এসময় মোড়ে চায়ের দোকানেও স্থানীয়রা খেলা দেখছিল।খেলা শেষে তিনি ঘুমিয়ে পড়েন। যথারীতি ফজরের নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিয়ে বের হতেই নিচ থেকে কয়েকজন তাকে জানাই তার দোকানের একটি শাটার খোলা। এ কথা শুনে তড়িঘড়ি করে দোকানের মধ্যে যেয়ে তিনি দেখতে পান তার ক্যাশ বাক্সটি টেবিলের উপরে খালি অবস্থায় পড়ে আছে । তাতে কোন টাকা নেই। গত দুইদিন তথা বৃহস্পতি ও শুক্রবার এর মাল বিক্রির আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা ক্যাশ বাক্সে ছিল, যা চোরচক্রের সদস্যরা নিয়ে গেছে। চোরেরা আমার দোকান থেকে টাকার সঙ্গে নেওয়া চেক বই এবং নিজের ব্যবহৃত স্মার্টফোনটি নলডাঙ্গা রোডে পুলিশ ছাউনির পাশে লিচু বাগানে ফেলে রেখে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী রাফিজুল ইসলাম কালিগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির ৪৪১ নং সদস্য। ব্যবসায়ী রাফিজুল ইসলাম তার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে টাকা চুরির ঘটনায় ভেঙে পড়েছেন। সম্প্রতি চুরি ডাকাতি ছিনতাই কালীগঞ্জ উপজেলায় বেড়েই চলেছে। ফলে জানমালের নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। এ ব্যাপারে কালিগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান জানান, ঘটনা জানতে পেরে আমি ব্যবসায়ী সদস্যের দোকান পরিদর্শন করি। পৌর এলাকায় এ ধরনের দুর্ধর্ষ চুরির ঘটনা ব্যবসায়ীদেরকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমি পুলিশ প্রশাসনের নিকট চুরির সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর খোয়া যাওয়া অর্থ উদ্ধারের দাবি জানাচ্ছি। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান (ওসি) বলেন,চুরির ঘটনা একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে স্ব”র্ণের বার”সহ পা”চারকা”রী আ”টক

যশোরে স্ব"র্ণের বার"সহ পা"চারকা"রী আ"টক সোহেল রানাঃ যশোরে ৫৮৫ গ্রাম ওজনের ৫পিস স্বর্ণের বারসহ রুবেল হোসেন (৩৪) নামে এক...

রামনগর ইউনিয়ন পরিষদের জেলা প্র”শাসকের প্রতিনিধি দলে প’রিদর্শন

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস যশোর জেলা প্রশাসকের প্রতিনিধিরা ঘটনাস্থান...

আবারও অসুস্থ হান্নান, বাঁচতে সহযোগিতার আহবান, বিকাশ নাম্বর ০১৯৮২৪৬০৭৬২ নগদঃ ০১৭৮৯৫৫৭০০৪

নিউজ ডেক্স: আবারও অসুস্থ হান্নান, বাঁচতে সহযোগিতার আহবান মোঃ আব্দুল হান্নান (২৭), পিতা মোঃ দেলোয়ার, গ্রাম+ডাকঃ হেলাঞ্চী, মনিরামপুর,যশোর থাকেন...

অভয়নগরে প্র”তিব”ন্ধী ভ্যানচালক লিমন হ/ত্যার মূল র”হস্য উ”দঘা”টন, গ্রে”ফ’তা”র ৪

অফিস ডেস্ক: যশোরের অভয়নগরে প্রতিবন্ধী ভ্যানচালক লিমন শেখ (২৬) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল আসামীসহ...