Wednesday, October 15, 2025

গোয়েন্দা পুলিশের অভিযানে ভেজাল মধুসহ ০২ জন গ্রেফতার

Date:

Share post:

স্টাফ রিপোর্টার:

খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম আড়ংঘাটা থানাধীন সিটি বাইপাস সড়কের আকমানের মোড়স্থ এলাকায় একটি কারখানায় নকল ও কথিত মধু (ভেজাল মধু) উৎপাদিত হচ্ছে মর্মে সংবাদের প্রেক্ষিতে আড়ংঘাটা থানাধীন সিটি বাইপাস সড়কের আকমানের মোড়স্থ বাইতুশ শরিফ জামে মসজিদের পূর্ব পাশে জনৈক অপু সাহেবের টিনসেড বাড়িতে অভিযান পরিচালনা করে মোঃ আশরাফুল ইসলাম রিপন(৩৪), পিতা-আব্দুর রশিদ চিনি রশিদ, মাতা-ফিরোজা বেগম, সাং-মাথুরাপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা এ/পি সাং-তানিসা আবাসিক এলাকা লাইন, বিল পাবলা, থানা-আড়ংঘাটা, মহানগর খুলনা এবং শেখ শাহরিয়ার মাসুদ (৩৮), পিতা-শেখ মুজিবর রহমান, মাতা-শাহানারা বেগম, সাং-বাদঘাটা, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-তানিসা আবাসিক এলাকা লাইন, বিল পাবলা, থানা-আড়ংঘাটা, মহানগর খুলনাদ্বয়কে কথিত মধু (ভেজাল মধু) এবং কথিত মধু (ভেজাল মধু) তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে। যে সকল সামগ্রী জব্দ করা হয় তা নিম্নরূপ ১০৫ (একশত পাঁচ) কেজি (কথিত ভেজাল মধু) ০১ টি হলুদ রংয়ের প্লাস্টিকের তৈরি ড্রামে রক্ষিত চিনি সিরা, ওজন ১০ (দশ) কেজি; ৩) Fresh, ০২ লিটারের পানির বোতলে রক্ষিত জালানো মধু, যাহা রং হিসেবে মধু তৈরিতে ব্যবহৃত হয়, ওজন ০২ কেজি; ৪) সাদা প্লাস্টিকের কৌটায় রক্ষিত ফিটকিরি চূর্ণ, ওজন ২০০ গ্রাম; ৫) ০১টি সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত চিনি, ওজন ১২ কেজি; ৬) ০১ টি প্লাস্টিকের পানির জার যাহার গায়ে রং দিয়ে MD লেখা; ৭) ০১ টি নীল রংয়ের প্লাস্টিকের অর্ধেক ড্রাম, যা মধু রাখার কাজে ব্যবহৃত হয়; ৮) ০১ টি এক বার্নার বিশিষ্ট গ্যাসের চুলা, যার গায়ে omera লেখা; ৯) ০১ টি BEXIMCO ব্রান্ডের গ্যাস সিলিন্ডার; ১০) ০১ টি MEGHNA ডিজিটাল পরিমাপক যন্ত্র; ১১) প্লাস্টিকের তৈরি নীল কর্কযুক্ত সাদা রংয়ের বোতল ১৪ (চৌদ্দ) টি; ১২) কাঁচের তৈরি বোয়েম ১২ টি; ১৩) সাদা রংয়ের প্লাস্টিকের তৈরি ছোট কৌটা ২৪ (চব্বিশ) টি; ১৪) সাদা কর্কযুক্ত প্লাস্টিকের ছোট বোতল ৩৬ টি; ১৫) সবুজ রংয়ের প্লাস্টিকের তৈরি কর্ক (মধু ঢালার পাত্র) ০১ (এক) টি এবং ১৬) কালো জিরা ফুলের মধু লেখা স্টিকার ০৫ (পাঁচ) টি।

উল্লেখ্য, অভিযানকালে জানা যায় উক্ত প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী এই ভেজাল মধু তৈরির জন্য তারা প্রথমে চিনি, ফিটকিরি, কেমিক্যাল গ্লূকোজ ও অন্যান্য সরঞ্জাম চুলায় ফুটিয়ে নেয়। তারপর উক্ত মিশ্রন ঠান্ডা হলে তাতে সামান্য পরিমান মধু মেশানো হয় মধুর ফ্লেভার আনার জন্য এরপর উক্ত মিশ্রন বোতলজাত করে তার গায়ে ‘অর্গানিক বিডি’র’ লেবেল লাগিয়ে বাজারজাত করা হয়। এভাবেই তৈরি হয়ে যায় সুন্দরবনের খাঁটি মধু। সে প্রেক্ষিতে উক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ১) মোঃ আশরাফুল ইসলাম রিপন(৩৪) এর বিরুদ্ধে ০২ টি মামলা এবং ০২) শেখ শাহরিয়ার মাসু (৩৮) এর বিরুদ্ধে ০১ টি মামলা রয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্তি গ্রাম পঞ্চায়েতের পক্ষ শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি গ্রাম পঞ্চায়েতের পক্ষে শুরু...

কালিহাতীতে প্রোটেক্টিভ ইসলামী লাইফ বৃত্তি প্রদান অনুষ্ঠিত

বুলবুল হোসেন: টাঙ্গাইলের কালিহাতীতে প্রোটেক্টিভ ইসলামী লাইফ বৃত্তি–২০২৪-এর বৃত্তিপ্রাপ্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর)...

বগুড়া পৌরসভা বিএনপির উদ্যোগে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

রিপন বগুড়া প্রতিনিধি: বুধবার সকালে বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থাপিত...

রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে মি”থ্যা চু”রি মা/ম/লা দিয়ে ফাঁ/সা/নোর প্র/তিবাদে মানব”বন্ধন ও বি”ক্ষোভ মি’ছিল

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে চুরি মামলা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন...