Tuesday, July 15, 2025

আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ডিসেমিনেশন সেমিনার ও র‍্যালী

Date:

Share post:

মোঃ রাজু রংপুর বিভাগীয় প্রতিনিধি: 

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি তৈরীতে দেশে কারিগরি শিক্ষার সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে আঞ্চলিক ডিসেমিনেশন সেমিনার ও বণ্যাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পলিটেশনিক ইনস্টিটিউট এর যৌথ আয়োজনে  ও(এ.এস.এস.ই.টি) এর অর্থায়নে গতকাল শনিবার জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জেলা প্রশাসক চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধন করা হয়। সেমিনার ও র‌্যালিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিতে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো: মহসিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ( এ.এস.এস.ই.টি) প্রকল্পের প্রকল্প পরিচালক আবু মমতাজ সাদ উদ্দীন আহমেদ, অতিরিক্ত প্রকল্প পরিচালক আব্দুর রহিম। সেমিনারে স্বাগত বক্তব্য দেন ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ মাকসুদুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ-বিদেশের শ্রম বাজারে বাস্তব চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে সরকার দেশের কারিগরি শিক্ষার সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনমিক ট্রান্সফরমেশন (এ.এস.এস.ই.টি) প্রকল্প। প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে দেশে ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার সাতে সামঞ্জস্য রেখে দেশের যুব, শ্রমিক, নারী, প্রতিবন্ধী, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের বেকরত্ব হ্রাসকরে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শহিদুল শিক্ষা নিলয় থেকে এসএসসি-২০২৫ পরীক্ষায় অভাবনীয় সাফল্য!

মোঃ আল ইমরান, নিজস্ব প্রতিবেদক: গত ১০ জুলাই ২০২৫ দুপুর ০২ ঘটিকায় প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে শহিদুল শিক্ষা নিলয়...

এসএসসি পরীক্ষায় আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

আবদুল কাদির জীবন, সিলেট : প্রতিবছরের মতো এবারো এসএসসি পরীক্ষা-২০২৫ এর ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে সিলেট...

আশার সহযোগিতায় জলাবদ্ধ জায়গায় ভাসমান বেডে সবজি চাষে সফলতার স্বপ্ন রোকেয়ার

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের নারী উদ্যোক্তা রোকেয়া বেগম ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে...

যশোরে প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরে কর্মরত বেসরকারি পর্যায়ের প্রাণী চিকিৎসকদের সংগঠন ‘প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশন অফ যশোর’-এর নতুন কমিটি গঠিত হয়েছে।...