Friday, November 7, 2025

আজ থেকে পশ্চিম বাংলার ইমাম ও মোহাজ্জেম এবং পুরহিতদের ৫০০ টাকা ভাতা বাড়ানোর ঘোষণা মমতার 

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

আজ বৈকালে কলকাতার নেতাজী ইন্দোর স্টেডিয়ামে সারা পশ্চিম বাংলা র ইমাম ও মোহাজ্জেম এবং পুরহিতদের একটি সেমিনারে অংশগ্রহণ করে পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে আগামী দিনে পশ্চিম বাংলা র ইমাম ও মোহাজ্জেম এবং পুরহিতদের মাহিনা ৫০০টাকা বাড়িয়ে দেওয়া হল। তিনি বলেন যে পশ্চিম বাংলা র ওয়াকাফ বোর্ড কি পরিমাণ অর্থ দেয় তা সঠিক ভাবে জানেন না। এবং পশ্চিম বাংলায় বর্তমানে আর্থিক সঙ্কট থাকার সত্ত্বেও তার সরকার মসজিদের ইমাম ও মোহাজ্জেম এবং পুরহিতদের মাহিনা ৫০০,টাকা, বাড়াতে সাহায্য করবে। বর্তমানে পশ্চিম বাংলা র ইমামদের এবং মোহাজ্জেম এবং পুরহিতদের মাহিনা ২৫০০,টাকা, মোহাজ্জেম এর মাহিনা ১০০০টাকা। তা বাড়িয়ে ৫০০,টাকা, করে দেওয়া হল।

এখন থেকে পশ্চিম বাংলা র ইমাম ভাতা প্রদান করা হবে ২৫০০,টাকা, মোহাজ্জেম এর ভাতা প্রদান করা হয়েছে ১৫০০,টাকা। এদিন কলকাতার নেতাজী ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত হওয়া বহু মুসলিম ইমাম ও মোহাজ্জেম পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়তি ৫০০,টাকা, ভাতা প্রদান করার ঘোষণায় খুশি হয়নি। তাদের দাবি ভারতের বহু রাজ্যের ইমাম ও মোহাজ্জেম এর ভাতা পশ্চিম বাংলা সরকারের থেকে বেশি। এমনকি বি জে পি শাসিত অঞ্চল গুজরাট ও আম আদমি পার্টি শাসিত দিল্লি এবং ভারতের জাতীয় কংগ্রেসের শাসিত রাজস্থান ও কর্নাটক রাজ্যের ইমাম ও মোহাজ্জেম এর ভাতা ১০০০০,টাকা, শুধুমাত্র পশ্চিম বাংলায় কম। এদিন মোহাজ্জেম এবং ইমাম ভাতা ৫০০,টাকা, বাড়ানোর জন্য কটাক্ষ করেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী ও পশ্চিম বাংলা র বিরোধী দলের নেতা ও বি জে পি নেতা শ্রী শুভেন্দু অধিকারী। আজকের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা র মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরাদ ববি হাকিম ও কলকাতা নাখোদা মসজিদের ইমাম মাওলানা সাবির সাহেব এবং মাওলানা ফজলুল রহমান সাহেব সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত ইমাম। এই সভায় পশ্চিম বাংলা র প্রতিটি জেলার ইমাম ও মোহাজ্জেমরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরিকুল ইসলাম ছিলেন আজীবন সংগ্রামী কিংবদন্তিতুল্য নেতা- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী...

চির”নিদ্রায় শা’য়িত হলেন শ্রীপুরের হারেজ আলী মোল্লা জানা’যায় মানুষের ঢল 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের সন্তান , আইন ও বিচার বিভাগের সচিব মোঃ লিয়াকত আলী...

কঠোর নিরাপত্তার মধ্য চলেছে বিহারের প্রথম দফায় ভোট

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকাল থেকে শুরু হয়েছে ভারতের বিহার রাজ্যের প্রথম দফায় ভোট পর্ব। এদিন...

মণিরামপুরে অবৈ’ধযানে কে’ড়ে নি’লো ২টি তা’জা প্রা”ন এলাকায় শো”কের ছা”য়া

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকার রনজিত দাস যিনি পেশায় একজন কলেজ শিক্ষক ও তার স্ত্রী...