
হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি :
মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। গত ৭ আগস্ট ঢাকার আগারগাঁও এন আই এল জি ভবনের কনফারেন্স রুমে ম্যাব’এর কেন্দ্রীয় কমিটির এক সভায় মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুলকে সভাপতি এবং ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ সাক্ষরিত প্যাডে নবনির্বাচিত খুলনা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মেয়র আশরাফকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গঠনে মেয়রদের ভূমিকা অপরিসীম। তাদের মাধ্যমে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। জনগণের সেবার প্রত্যাশা পূরণে স্থানীয় সরকার ব্যবস্থা তথা পৌরসভা শক্তিশালী করণের বিকল্প নেই। তাই ম্যাব এর লক্ষ্যমাত্রা পূরণে মেয়রদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ওই সভায় দেশের ৩২৯ পৌরসভার মেয়র ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এদিকে মেয়র আশরাফ ম্যাব এর খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মনোনিত হওয়ায় তাকে আওয়ামী লীগের উপজেলা ও পৌর শাখা সহ বিভিন্ন সংগঠন, পৌর কর্মকর্তা কর্মচারী সমিতি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা অভিনন্দন জানিয়েছেন।এক প্রতিক্রিয়ায় কালিগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, আমাকে ম্যাব খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সাথে আমার এই অর্জন আমি কালীগঞ্জ পৌরবাসীকে উৎসর্গ করছি । কালীগঞ্জ পৌরসভা কয়েকটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমি কাজ করে যাচ্ছি। পৌরবাসীর আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা আমার আগামী দিনের পথ চলায় পাথেয় হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি।