Friday, November 7, 2025

বিনা বাধায় মগরাহাট পশ্চিমের উস্তি অঞ্চলের দখল নিল তৃনমূল দল

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল উস্তি গ্রাম পঞ্চায়েত। এবারের নির্বাচনে একক ভাবে গরিষ্ঠ পায় তৃনমূল দল। এবং এই অঞ্চলের কে ক্ষমতা দখল করবে তা নিয়ে গড়ায় থেকে শুরু হয় চাপান উত্তর। শেষে দেখা যায় যে এই অঞ্চলের দখল নিয়ে মরিয়া চেষ্টা চালায় বর্তমান মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা র অনুগামীরা এবং বর্তমান মগরাহাট পশ্চিমের বিধায়ক এর বিরোধী অনুগামীদের মধ্যে লড়াই। কিন্তু শেষ হাসি হাসলেন মগরাহাট পশ্চিমের বর্তমানে তৃনমূল দলের নেতা মানবেন্দ্র মন্ডল ও সব্যসাচী গায়েন এর সমর্থন কারীরা। অবশেষে আজ যখন মগরাহাট পশ্চিমের উস্তি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত কার দখলে যাবে তা নিয়ে চাপান উত্তর চলছে । ঠিক সেই সময় হিসাব করে এগিয়ে যায় মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা মানবেন্দ্র মন্ডল ও যুব তৃনমূল দলের সভাপতি ইমরান মোল্লা র অনুগামীরা। এবং এই গুরুত্বপূর্ণ অঞ্চলের দখল নেয় তৃনমূল দলের মানবেন্দ্র মন্ডল এর অনুগামীরা। এবং বর্তমান মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত সমিতি র সদস্য ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের মাইনরিটি দলের সভাপতি তৌফিক মোল্লা ওরফে বাচ্চু মোল্লা র সাথে নিয়ে উস্তি অঞ্চলের বোর্ড দখল করে নেয় তৃনমূল সদস্যরা। এবং এই অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পান শ্রীমতী জোৎস্না হাজরা এবং উপপ্রধান হন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও আইনজীবী মিকাইল মোল্লা। সকলেই তৃনমূল দলের পক্ষ থেকে অভিনন্দন জানান মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা মানবেন্দ্র মন্ডল ও সব্যসাচী গায়েন ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরিকুল ইসলাম ছিলেন আজীবন সংগ্রামী কিংবদন্তিতুল্য নেতা- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী...

চির”নিদ্রায় শা’য়িত হলেন শ্রীপুরের হারেজ আলী মোল্লা জানা’যায় মানুষের ঢল 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের সন্তান , আইন ও বিচার বিভাগের সচিব মোঃ লিয়াকত আলী...

কঠোর নিরাপত্তার মধ্য চলেছে বিহারের প্রথম দফায় ভোট

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকাল থেকে শুরু হয়েছে ভারতের বিহার রাজ্যের প্রথম দফায় ভোট পর্ব। এদিন...

মণিরামপুরে অবৈ’ধযানে কে’ড়ে নি’লো ২টি তা’জা প্রা”ন এলাকায় শো”কের ছা”য়া

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকার রনজিত দাস যিনি পেশায় একজন কলেজ শিক্ষক ও তার স্ত্রী...