Saturday, December 6, 2025

রংপুরে একই বিল্ডিংয়ে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান

Date:

Share post:

রংপুর জেলা প্রতিনিধি:

রংপুর নগরীর মেডিকেল পুর্বগেট সংলগ্ন পাকার মাথায় অবস্থিত স্মার্ট লিভিং নার্সিং কলেজের বিল্ডিংয়ে গ্রীন পিচ নার্সিং ইনস্টিটিউট, কমিউনিটি প্যারামেডিকেল, কেয়ার গিভিং কোর্স, সেন্ট্রাল ম্যাটসের ক্লাস নেয়া হয় বলে অভিযোগ উঠেছে, যা আইন বহির্ভূত। সরে জমিনে একই চিত্র ভেসে উঠে। এ ব্যাপারে জানতে চাইলে স্মাট লিভিং নার্সিং কলেজের প্রশাসনিক কর্মকর্তা সুজা চৌধুরী বলেন, আমাদের বিল্ডিংয়ে গ্রীন পিচ নার্সিং ইনস্টিটিউট ব্যতিত কমিউনিটি প্যারামেডিকেল, কেয়ার গিভিং কোর্স, সেন্ট্রাল ম্যাটসের আলাদা-আলাদা রুমে ক্লাস হয়। তবে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, গ্রীন পিচ নার্সিং ইনস্টিটিউটের ক্লাস এই বিল্ডিংয়ে হয়।

এর আগে গ্রীন পিচ নার্সিং ইনস্টিটিউট ও স্মার্ট লিভিং নার্সিং কলেজের নামে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের রেজিস্ট্রার স্বাক্ষরিত নোটিশ জারি করেন, যাতে গ্রীন পিচ নার্সিং ইনস্টিটিউটকে একাডেমিক ভবন না থাকার কারণে, কারণ দর্শনোর নোটিশ ও স্মার্ট লিভিং নার্সিং কলেজের নামে ঘাটতি পূরণ সাপেক্ষে নবায়নের নোটিশ প্রদান করা হয়। উক্ত নোটিশে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনাও দেয়া হয়, নোটিশ থাকলেও আইন ভঙ্গ করে শিক্ষাবর্ষের সকল কার্যক্রম চলমান রয়েছে। নোটিশের ব্যাপারে নিউজ পত্র-পত্রিকায় প্রকাশিত হলে ক্লাশ চালু থাকায় তড়িঘড়ি করে ২৫-২৯ তারিখ পর্যন্ত নতুন শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রেখে ছুটি দেয় কলেজ প্রশাসন। শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে ভর্তি সংক্রান্ত জটিলতা দেখিয়ে হঠাৎ ৫দিনের ছুটি দেয় কলেজ প্রশাসন, এর কারণ জানানো হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে প্রশাসনিক কর্মকর্তা সুজা চৌধুরী বলেন, বন্ধের কারণ সকলে জানে, নোটিশ সাপেক্ষে আমরা কলেজ বন্ধ রেখেছি।

 

আমরা প্রতি বছর এই একই সময় ছুটি দিয়ে থাকি, যেটাকে আমরা বলি হোম ছিকনেস জনিত ছুটি।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, স্মাট লিভিং নার্সিং কলেজের অধ্যক্ষসহ শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীগণ একই বিল্ডিংয়ে অবস্থিত ৫টি প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তারা প্রতিষ্ঠানের সকল কার্যক্রমের সাথে জরিত। এ ব্যাপারে জানতে চাইলে প্রশাসনিক কর্মকর্তা কথা বলতে অনিহা প্রকাশ করেন, পাশাপাশি গ্রীন পিচ নার্সিং ইনস্টিটিউট এর ব্যাপারে মূখ খুলতেও অনিহা প্রকাশ করেন, তিনি বলেন আপনারা যা জানেন আমরাও তাই জানি। এ সময় অফিসের কর্মকর্তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তাদের দেখা গেলেও পরে আর দেখা মেলেনি প্রতিষ্ঠানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: খুলনা রেলওয়ে জেলার বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন নাভারণ এলাকায় রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে তৌহিদুল ইসলাম...

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দী’র্ঘায়ু কা’মনায় মনিরামপুরে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: মনিরামপুর, যশোর, ৪ ডিসেম্বর ২০২৫: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ারের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়...

যশোর-৫ এ বিএনপির প্রার্থী এডভোকেট শহীদ ইকবাল ঘোষিত

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ সমস্ত জল্পনা-কল্পনার অবসান শেষে সংসদীয় আসন যশোর ৫ মণিরামপুরে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন বরাদ্দের কেন্দ্রীয়...

রামনগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র  সুস্থতা ও দী’র্ঘয়ু কা’মনায়  দোয়া – মোনাজাত অনুষ্ঠিত

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ  সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রামনগর...