Friday, August 22, 2025

দায়িত্ব বুঝিয়ে না দিয়েই বিদেশ গেছেন ভারপ্রাপ্ত মেয়র কিরণ

Date:

Share post:

আলিফ আরিফা,গাজীপুর প্রতিনিধি: 

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বিদেশ সফরে গেছেন প্যানেল মেয়রকে দায়িত্ব বুঝিয়ে না দিয়েই। চিকিৎসার কথা বলে গত ২১ জুন তিনি ৫ দিনের জন্য ছুটি নেন। এরপর সেই ছুটি শেষ হয়েও একমাস অতিবাহিত হলেও দেশে ফিরেননি তিনি। বিধি অনুযায়ী মেয়র বা ভারপপ্রপ্ত মেয়র কোনো কারণে ছুটিতে গেলে তাঁর দায়িত্ব প্যানেল মেয়রকে বুঝিয়ে দেন। কিন্তু রহস্যজনক কারণে তা করেননি ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাও অফিস করছেন না বলে জানা গেছে। একটি সিটি করপোরেশনের শীর্ষ দুটি পদের কর্মকর্তার এরকম অনুপস্থিতিতে প্রশাসনিক কাজে নানা বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, মেয়র জাহাঙ্গীর আলম বরখাস্ত হওয়ার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন আসাদুর রহমান কিরণ। এরইমধ্যে নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ গ্রহণ করিয়েছন। আগের মেয়াদ শেষ হলেই আগামী সেপ্টেম্বরে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এ অবস্থায় কিরণের বিদেশ গিয়ে এখনও ফিরে না আসা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুর শহরের একাধিক ব্যক্তি বলেন, ভারপ্রাপ্ত মেয়র থাকাকালীন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ-বিত্তের মালিক বনেছেন কিরণ। সেই অর্থ পাচার করতেই বিদেশ গমন করেন তিনি।

এদিকে ভারপ্রাপ্ত মেয়রের এহেন কর্মকান্ডে চরম ক্ষুব্ধ তার সহকর্মীরা। গাজীপুর দেশের একটি গুরুপূর্ণ সিটি করপোরেশন। ভারপ্রাপ্ত মেয়র দিয়ে কার্যক্রম চালাতে গিয়ে এমনিতেই উন্নয়ন কর্মকান্ড পিছিয়ে পড়েছে গাজীপুর সিটি করপোরেশনের। মরার উপর খাড়ার ঘা হয়েছে কিরণের মতো অদক্ষ জনপ্রতিনিধি এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তারা বলেন, দুদকের অনুসন্ধান করে দেখা উচিত কি পরিমাণ অবৈধ সম্পদের মালিক বনেছেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

এসব অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে স্ব”র্ণের বার”সহ পা”চারকা”রী আ”টক

যশোরে স্ব"র্ণের বার"সহ পা"চারকা"রী আ"টক সোহেল রানাঃ যশোরে ৫৮৫ গ্রাম ওজনের ৫পিস স্বর্ণের বারসহ রুবেল হোসেন (৩৪) নামে এক...

রামনগর ইউনিয়ন পরিষদের জেলা প্র”শাসকের প্রতিনিধি দলে প’রিদর্শন

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস যশোর জেলা প্রশাসকের প্রতিনিধিরা ঘটনাস্থান...

আবারও অসুস্থ হান্নান, বাঁচতে সহযোগিতার আহবান, বিকাশ নাম্বর ০১৯৮২৪৬০৭৬২ নগদঃ ০১৭৮৯৫৫৭০০৪

নিউজ ডেক্স: আবারও অসুস্থ হান্নান, বাঁচতে সহযোগিতার আহবান মোঃ আব্দুল হান্নান (২৭), পিতা মোঃ দেলোয়ার, গ্রাম+ডাকঃ হেলাঞ্চী, মনিরামপুর,যশোর থাকেন...

অভয়নগরে প্র”তিব”ন্ধী ভ্যানচালক লিমন হ/ত্যার মূল র”হস্য উ”দঘা”টন, গ্রে”ফ’তা”র ৪

অফিস ডেস্ক: যশোরের অভয়নগরে প্রতিবন্ধী ভ্যানচালক লিমন শেখ (২৬) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল আসামীসহ...