Sunday, August 3, 2025

সুনামগঞ্জে ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০

Date:

Share post:

আবদুল কাদির জীবন, সিলেট :

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই ঘটনা ঘটে।

জানা যায়, সদ্য ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে পরিচিতি সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০ টার দিকে কমিটিতে পদ বঞ্চিত ছাত্র আন্দোলনের ১৫-২০ জনের একটি গ্রুপ শিল্পকলা একাডেমিতে আসে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

ঘোষিত কমিটির আহ্বায়ক ইমন উদ দোজা জানান-আজ আমাদের ঘোষিত কমিটির পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল। হঠাৎ করে কয়েকজন এসে আমাদের সাথে কথা-কাটাকাটি করে এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয় । সংঘর্ষে ইমন, সিয়াম, সাকিব, শফিকুল, রাতুল, আশরাফ প্রমুখ আহত হন।

অপরদিকে সমন্বয়ক উসমান গণি জানান, সুনামগঞ্জে যারা আহত হয়েছে, জেলে গিয়েছে, গুলি খেয়েছে তাদেরকে বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিকে ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছে। আমরা আজকের প্রোগ্রামে সাধারণ ছাত্র হিসেবেই অংশগ্রহণ করি। উদ্যেশ্য ছিল কেন্দ্রীয় সমন্বয়কের সাথে আমাদের অভিযোগের ব্যাপারে কথা বলা। কিন্তু শিল্পকলা একাডেমিতে আসার পরপরই তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর হামলা করে। হামলায় উসমান, নিহাল, সাইমন, বায়েজিদ, মঈনুল, মাহমুদুল, জুবায়ের, আকাশ, মিজান, ফাহিম, সোহান প্রমুখ আহত হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, বৈষম্যবিরোধী দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন উভয় পক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করছেন। অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্রদের নিয়ে ১০ নভেম্বর ইমন উদ দোজাকে আহ্বায়ক, মেহেদী হাসান সাকিবকে সদস্য সচিব করে সুনামগঞ্জে জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্রদের সংগঠন। এর প্রতিবাদে ১২ নভেম্বর ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

আপনজন মানবিক ফাউন্ডেশন-এর নতুন কমিটির সভাপতি আব্দুল মোমেন সাধারণ সম্পাদক আবু তাহের

নিজস্ব প্রতিবেদক: আর্তমানবতার সেবার ব্রত নিয়ে গঠিত আপনজন মানবিক ফাউন্ডেশনের ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১আগস্ট ২০২৫)...

মণিরামপুরে সাবেক নেতার মৃত্যুতে উপজেলা বিএনপির শোক

মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির একজন সক্রিয় কর্মী মোঃ নজরুল ইসলামের দাফন...

সখিনার -সাহায্যে এগিয়ে এলেন উপজেলা নির্বাহী অফিসার

রতন শর্মা, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ১৮ বছর আগে স্বামী হারা সখিনা বেওয়ার জীবন যেন...

জলাবদ্ধতার নিরসন চেয়ে নির্বাহী কর্মকর্তা বরাবর খোলা চিঠি

মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বরাবর জলাবদ্ধতার স্থায়ী সমাধান চেয়ে সোস্যাল মিডিয়া ফেইসবুকে নদী(No Di)...