কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ঘোলার মোড়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ওয়েলফেয়ার পার্টির প্রকাশ্যে জনসভা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠান থেকে সারা ভারতের সঙ্গে পশ্চিম বাংলার সংখ্যালঘুদের ওপর হামলাসহ ও নির্যাতনের ঘটনা তুলে ধরা হয়। সেই পশ্চিম বাংলার বাইরে থাকা সাধারণ মানুষের উপর বাংলাদেশ নাগরিক তকমা লাগিয়ে তাদের উপর জুলুম ও নির্যাতনের ঘটনা তুলে ধরেন ওয়েলফেয়ার পার্টির চেয়ারম্যান ডাঃ রইসঊদ্দিন সাহেব। তিনি বলেন যখন কোন মানুষ তাদের অধিকার ও মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তারাদের কাছে যান এবং তাদের অভিযোগ কে মর্যাদা দিতে বলেন। তখন তারা হয় দেশদ্রোহী ও দেশবিরোধী শক্তির উৎস হিসেবে তুলে ধরার কৌশল অবলম্বন করে কেন্দ্রীয় সরকার ও পশ্চিম বাংলার সরকার।
সেই সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের ওয়াকাফ সম্পত্তি দখল করে করে খাচ্ছে সরকার। অথচ সেই সরকার ওয়াকাফ সম্পত্তি র হিসাব দেয়না। বরং তাদের সম্পত্তির উপর দখলদারিত্ব কায়েম করতে চায় সরকার।ওয়াকাফ সম্পত্তি নিয়ে যখন আন্দোলন চালিয়ে যাচ্ছে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ। তখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে দিল্লীতে গিয়ে ওয়াকাফ সম্পত্তি দখল নিয়ে আন্দোলন করুক। এমন দ্বিচারিতা অবলম্বন করে চলেছে সরকার।এই সরকার উৎখাত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান ডাঃ রইসঊদ্দিন সাহেব।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ওয়েলফেয়ার পাটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাজিদা পারভীন ও সমাজসেবী ও মানবাধিকার কর্মী মনোয়ার হোসেন মোল্লা সহ অন্যান্য প্রাদেশিক ও জেলা কমিটির সদস্যরা।