Tuesday, July 1, 2025

কেশবপুরে বিএনপি-জামায়াতের অপতৎপরতা রুখতে যুবলীগই যথেষ্ট ——- এমপি শাহীন চাকলাদার

Date:

Share post:

কেশবপুরে বিএনপি-জামায়াতের অপতৎপরতা রুখতে
যুবলীগই যথেষ্ট ——- এমপি শাহীন চাকলাদার

সোহেল রানা কেশবপুর প্রতিনিধিঃ

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, বাংলাদেশ শান্তির দেশ। ওদের ভালো লাগে না। এজন্য দেশকে অশান্ত করতে বিদেশি প্রভুদের পদলেহন করে ওরা শান্ত দেশকে অশান্ত করতে চায়। ওদের প্রতিহত করতে যুবলীগকে সার্বক্ষণিক রাজপথে থেকে মোকাবিলা করতে হবে। আমি জানি, এই যুবলীগই সেটা পারবে। কেশবপুরে বিএনপি-জামায়াত অপতৎপরতা রুখতে যুবলীগই যথেষ্ট।
তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে এনেছেন। দেশকে উন্নয়ন ও অগ্রগতির ধারায় ফিরিয়ে এনেছেন। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ, বিশ্বের বিস্ময়। সেই শান্তির বাংলাদেশকে ওরা আবারও পাকিস্থানি ধারায় ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্রে মত্ত হয়েছে। যুবলীগ ‘৭৫ পরবর্তীতে বঙ্গবন্ধু-হত্যাকান্ডের বিরুদ্ধে শত প্রতিকুলতায় উপেক্ষা করে রাজপথে ছিল। ১/১১তে রাজপথে ছিল। আজকের যুবলীগও রাজপথে থেকে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের জবাব দেবে।
এমপি শাহীন চাকলাদার বলেন, আমি বিশ্বাস করি, যুবলীগ যেভাবে রাজপথে আছে, সেভাবে থাকলে বিএনপি পালাবার পথ পাবে না। ওদের এখন নেতা কে? খালেদা জিয়া দন্ডিত আসামি, তারেক জিয়া দন্ডিত আসামি। দন্ডিত আসামি তারেক জিয়ার রাজনীতি করার এত খায়েস থাকলে দেশে এসে রাজনীতি করুক। দেখবো হিম্মত কত। বাংলাদেশের মানুষ জানে তারেক জিয়া গ্রেনেড হামলার মূল আসামি, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। হাওয়া ভবন সৃষ্টি করে খালেদা-জিয়া দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।
বঙ্গবন্ধুর সম্পর্কে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একটি স¤্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ১৯২০ সালের ১৭ই মার্চ। তার জন্ম হয়েছিল বলে আমরা স্বাধীন দেশে বাস করছি। একটি লাল সবুজের পতাকা পেয়েছি, জাতীয় সংগীত পেয়েছি, স্বাধীন জাতি সত্ত্বা পেয়েছি। জাতির পিতার সারা জীবনের সংগ্রামের ফসল আমাদের সাধের প্রিয় মাতৃভূমি। আমাদের সেই প্রিয় মাতৃভূমি নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। সকল য়ড়যন্ত্র যুবলীগকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
বুধবার সন্ধ্যায় কেশবপুর উপজেলা, পৌর ও ১১ টি ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলুর সঞ্চালনায় পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার ও হাসনপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ ওহেদুজ্জামান মিন্টু, সাগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাজী আলমগীর, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু, যুগ্ম-আহ্বায়ক আল হেলাল, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমূল হুসাইন, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রেজাওয়ান হোসেন লিটন, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্তী, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শামীম রেজা, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তুহিন রেজা, পৌর যুবলীগনেতা জয় ভদ্র জগাই, সবুজ হোসেন নিরব, ফারুক হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

নড়াইলে শ্রমিক নেতা কামরুল বিশ্বাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানব বন্ধন অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :  নড়াইল জেলা বাস, মিনিবাস,কোচ,মাইক্রো বাস (রেজি: ১২৯৫) শ্রমিক ইউনিয়নের বারবার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান...

কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার দেদারুল...

নড়াইলে শ্রমিক নেতা কামরুল বিশ্বাসের মুক্তির দা’বিতে বি’ক্ষোভ ও মানব বন্ধন অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা বাস, মিনিবাস,কোচ,মাইক্রো বাস (রেজি: ১২৯৫) শ্রমিক ইউনিয়নের বারবার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান...

আজ বিশ্ব হুল দিবস উপলক্ষে বাঁকুড়া জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: সারা বিশ্বের বিভিন্ন যায়গায় আজ সকাল থেকে শুরু হয়েছে হুল ও আদিবাসী দিবস।এই...