
কে তুমি?
শ্রাবণ আহমেদ
এ নি:সঙ্গতা, এ নীরবতা
মন্দ না; মন্দ না এ নির্জীবতা,
অনেক তো বাঁচলাম
অনেক মিশলাম হাজারের সাথে
চলে গেছে, ছেড়ে গেছে অনেক।
আমি রয়ে গেছি, মানে এখনো আছি
কোন আশায়?
নাতো আশা নিয়ে নয়, আছি অপেক্ষায়।
কিছু নিখাঁদ মানুষের সঙ্গ পাবো বলে
শেষ বয়সে, বুড়োকালে;
অথবা স্রষ্টার সাথে নিবিড় কথা বলার অপেক্ষায়।
গোলকধাঁধা এ পৃথিবী, শুধু যাবা- আসা
কেউ কি কারো?
কাউকে কি ধরে রাখা যায়!
অযথা হিসাবের খাতা খুলে জটিলাঙ্ক মেলানো কেন?
কেন বেঁচে থাকবার লোভ?
কে মনে রাখবে তোমাকে?!