প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৭:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৩, ২:৩৪ পি.এম
 মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “সৃষ্টির প্রশংসা” 
  
    
    
    
সৃষ্টির প্রশংসা
মুহাঃ মোশাররফ হোসেন 
পরম করুনাময় যিনি এই পৃথিবীর
সকল সৌন্দর্যের নির্মাতা,
তিনিই অদ্ভুত এই শৃঙ্গার
সৃষ্টির আদি কর্তা।
জগত সৃষ্টির  গোপন রহস্য
পরম করুনাময় মায়ার বিচিত্র,
এই ইহকাল ও পরকাল জীবনের প্রতি
 স্রষ্টার সত্য দর্শক নিরুপিত।
প্রণীর চারপাশে সে স্রষ্টার
নিয়ন্ত্রণ অধীন সবুজবনে,
তাহার সৃষ্টি নীতি অমূল্য
অদৃশ্য নিত্য বর্ণন বালুবনে।
সৃষ্টির প্রতি করি আমরা সমর্পণ
জানাই তাহার সৃষ্টির শ্রদ্ধা,
সেই স্রষ্টার  সর্বদা গুণগাণ করিলে
পাবে তোমরা সমমর্যাদা।
তিনি বিচার দিনের মালিক
তাকেই করিবে স্মরণ,
সর্বদা সঠিক পথ পাইবে তুমি
তাহার দেখানো পথে হয় যদি মরন।
 
    
        
             কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।