Sunday, September 14, 2025

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ ” এ প্রতিপাদ্য নিয়ে পালিত হল মৎস্য সপ্তাহ ২০২৩

Date:

Share post:

মোঃমাসুদ আলম, রাজশাহী থেকে:  ” নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ ” এ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে পালিত হয়েছে মৎস্য সপ্তাহ ২০২৩। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, গোদাগাড়ী, রাজশাহী এর আয়োজনে উপজেলা শাপলা চত্বর থেকে একটি ‌র‌্যলি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমের কাছে এসে শেষ হয়।র‌্যলি শেষে উপজেলা সংলগ্ন পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দুরা। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা মোঃ সিবগাতুল্লাহ । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন  মোঃ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান উপজেলা পরিষদ, গোদাগাড়ী, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান, গোদাগাড়ী উপজেলা পরিষদ, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, বরুণ কুমার মন্ডল, সিনিয়র মৎস্য কর্মকর্তা, গোদাগাড়ী উপজেলা পরিষদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল।এবিএম কামারুজ্জামানের  সঞ্চালনায়, মৎস্য জীবীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর আলম,সভাপতি, রেলওয়ে বাজার মৎস্য সমিতি, মোঃ গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মৎস্য কমিটির সদস্য। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি,
প্রধান অতিথির বক্তব্য দেন মোঃ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান, গোদাগাড়ী উপজেলা পরিষদ, বক্তারা বলেন কথায় আছে মাছেভাতে বাঙালি। মাছ আমাদের আমিষের চাহিদা পূরণ করে। আমাদের অতীত ঐতিহ্য ধরে রাখতে হবে। গোদাগাড়ী উপজেলায় প্রায় ৩৫০০ (তিন হাজার পাঁচশত)  পুকুর আছে। বর্তমানে সকল পুকুরে মাছ চাষ হচ্ছে। ইলিশ ও চিংড়ি মাছ যে ভাবে বিদেশে রপ্তানি হচ্ছে আমরা আশাবাদী আমাদের পুকুর ও খালবিল যে রুই কাতল সহ অন্যান্য প্রজাতির মাছ চাষ হচ্ছে তা একদিন দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি হবে। এই সরকার ইলিশ ধরা নিষিদ্ধের সময় জেলেদের  প্রণোদনা দিয়ে থাকেন। যাতে তাদের কোন অসুবিধা না হয়। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন বছরে কয়েক লক্ষ টাকার মাছের পোনা দিয়ে থাকে। যা মৎস্য চাষিদের জন্য ইতিবাচক ভূমিকা পালন করে।
আলোচনা সভা শেষে মৎস্য চাষি ও মৎস্য সমিতির মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য চাষিগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রৌমারী নৌ বন্দর ফলুয়ারচর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ১ম আসরের শুভ উদ্বোধন

আব্দুল খালেক (রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি): কুড়িগ্রামের ব্রহ্মপুত্র দীতে ৪ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা...

রৌমারী চর শৌলমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

আব্দুল খালেক রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম রৌমারী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে চর শৌলমারী ইউনিয়ন কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।৪...

খাগড়াছড়িতে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় সন্তান মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর...

নড়াইলে মা”দক বি’রোধী সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :   নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার...