Tuesday, July 29, 2025

কবি আশরাফ হাসানের ‘দিগন্ত সাহিত্য- বর্ষসেরা কবি’ আন্তর্জাতিক পুরস্কার লাভ

Date:

Share post:

আবদুল কাদির জীবন, সিলেট জেলা প্রতিনিধিঃ

আমেরিকার নিউইয়র্কে বসবাসরত বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক আশরাফ হাসান কবিতায় বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। ঢাকা ভিত্তিক আন্তর্জাতিক সাহিত্য সংগঠন ঢাকা সাহিত্য পরিষদ কর্তৃক তাকে ‘সাহিত্য দিগন্ত- বর্ষসেরা কবি- ২০২২’ পুরস্কারে ভূষিত করা হয। গত ২১ জুলাই ২০২৩, ঢাকাস্থ বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার পক্ষে পদক ও সম্মাননা গ্রহণ করেন ঢাকার সরলরেখা প্রকাশনা সংস্থার পরিচালক নাজমুস সাদাত। ৮ম দিগন্ত সাহিত্য লেখক পুরস্কার- ২০২৩ প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র , কানাডা, জাপান সহ বিভিন্ন দেশে বসবাসকারী কবি-লেখক ও গুণীজনকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন, কবি আসলাম সানী, কবি শাহীন রেজা সহ বিশিষ্ট কবি- সাহিত্যিকগণ।

উল্লখ্য কবি আশরাফ হাসানের পিতৃস্থান সিলেটের ছাতক উপজেলার বারকাহন গ্রামে। পিতা সিলেট সরকারী আলিয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা সাইদুল হাসান ও মাতা লতিফুন্নেছা খাতুন। সাহিত্য চর্চা, সম্পাদনা ও শিক্ষক তার সাথে জড়িত আশরাফ হাসান দেশ- প্রবাসের বিভিন্ন বাংলা, ইংরেজি ও আরবি পত্রিকা, ম্যাগাজিন ও অনলাইন পোর্টালে নিয়মিত লিখে যাচ্ছেন। বাংলার পাশাপাশি তার ইংরেজি ও আরবি কবিতা ইতোমধ্যে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে। একজন সাহিত্য সমালোক হিসেবেও তার লেখা বোদ্ধাদের দৃষ্টি আকর্ষষণে সমর্থ হয়েছে। বেশ কিছু আন্তর্জাতিক ইংরেজি সংকলন ও ম্যাগাজিনে ইতোমধ্যে তার লেখা প্রকাশিত হয়েছে। এর আগে কবি আশরাফ হাসান কয়েকটি আন্তর্জাতিক সাহিত্য সংগঠন এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রকাশনা সংস্থা ‘অ্যাবার এন্ড ওয়েন’ কর্তৃক ইংরেজি কবিতার জন্য এওয়ার্ড লাভ করেন।

আশরাফ হাসান কবিতায় বিশুদ্ধ রোমান্টিসিজম’র সফল শিল্পযোদ্ধা l কবি স্বাদেশিকতার জৌলুসপোশাক পরেও গ্লোবাল ভিলেজের অনিবার্যতায় হয়ে ওঠেন বিশ্বজনীন l স্নায়ুযুদ্ধ পরবর্তী পরিবর্তিত বিশ্বপ্রেক্ষাপটে মাথাচাড়া দিয়ে ওঠে বর্ণবাদ l জায়নবাদের বুটের তলায় রক্তাক্ত মানবতা l চারদিকে অস্ত্রবাণিজ্যের কুটিল প্ল্যান আর মৃত্যুবিভীষিকায় অরক্ষিত জনপদ l এ পরিস্থিতিতে অনিবার্য হয়ে ওঠে একটি উদার আদর্শিক সংগ্রাম l ‘রাইফেলগুলো প্রত্যাহার করে নাও’ কিংবা ‘কাউন্টার অনুচ্ছেদের মতো পরক্ষণে/ বেমালুম ভুলে যাও আদর্শবাদিতা/.. ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে গোয়েবলস/ গ্যাস চেম্বারে বসিয়ে দেয় বোধ ও বিবেককে/.. তুমি হয়ে যাও আত্মপ্রবঞ্চিত প্রেমিকার উপমা’– ব’লে কবি মানবতামুক্তির তীব্র আকুলতা ছড়িয়ে দেন l কবি মধ্যবিত্তের বুকভাঙা টানাপোড়েন থেকে নিঙড়ে তুলেন ‘শব্দসাহসের শিল্পতরু’ l ‘কষ্টের ইশতেহার’ আবিষ্কার করেও আঁকেন ‘নৈরাশ্যের অন্ধকারে উচ্ছ্বাসের শব্দকলা’ l

কবি আশরাফ হাসানের প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ: ১. দিগন্ত আজ বৃষ্টি ভরা ( যৌথ- ১৯৯৭) ২. দশ আকাশে একশ’ তারা ( যৌথ- ১৯৯৯) ৩. সুরাহত সামগীত (২০১৪) ৪. পাখিলৌকিক জোছনা (২০১৯) ৫. রাইফেলগুলো প্রত্যাহার করে নাও (২০২০) ৬. নির্বাচিত কবিতা (২০২২) ৭. মৃত্তিকাসুন্দর (২০২৩)

স্বীকৃতি স্বরূপ কবি আশরাফ হাসান ইতোপূর্বে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কর্তৃক তরুণ লেখক পদক- ১৯৯৭ এবং শাহজালাল পদক- ২০২২ লাভ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

অভয়নগরে ডিএনসির অ’ভিযান আ’টক-৩

বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলার একাধিক মাদক স্পটে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি'র) সদস্যরা। এসময় ৫০ পিস ইয়াবা...

রংপুরে হয়’রানিমূ’লক মা’মলা প্র’ত্যাহারের দা’বিতে স্মারকলিপি প্রদা’ন

আবু শাহান সেলিম মিয়া, রংপুর: প্রগতিশীল আন্দোলনের নেতা ও কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল ওয়াহেদ মিঞাসহ...

কুয়াদা প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁ’কিপূর্ণ গাছের নিচে চলছে পাঠদান আ’তঙ্কে শিক্ষার্থী-অভিভাবকরা

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার কুয়াদা সিরাজসিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদে বড় বড় ঝুঁকিপূর্ণ...

নড়াইলে জুলাই বিপ্লবকে ক’টুক্তি করে ফেসবুকে পোস্ট ইউনিয়ন ছাত্রলীগ নেতা আ’টক

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে জুলাই বিপ্লবকে নিয়ে ফেসবুকে কটুক্তি করে পোস্ট করায় শাহ্ আলম নামের  এক ছাত্রলীগ...