মনোয়ার ইমাম, কলকাতা প্রতিনিধি:
আজ ভোরে ভারতের অন্যতম বৃহত্তম ব্যবসাকেন্দ্র কলকাতার বড়বাজারে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের, আহত হয়েছেন শতাধিক। আগুনের তাণ্ডবে অসংখ্য দোকান ও বাড়িঘর ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ও মালামাল এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান কলকাতার মেয়র ফিরহাদ (ববি) হাকিম, রাজ্য মন্ত্রী অরূপ বিশ্বাস ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা (IPS)। অগ্নি নির্বাপণে বহু দমকল বাহিনী কাজ করে যাচ্ছেন। এলাকা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই মর্মান্তিক ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।