Wednesday, March 26, 2025

নড়াইল সদর আউড়িয়া টু মিরাপাড়া বাজারের রাস্তা সংস্কার কাজের দূর্ণীতির অভিযোগ

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার আউড়িয়া বাজার হতে মিরাপাড়া বাজার পর্যন্ত দুই ফুট রাস্তা প্রসস্থ ও সংস্করণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকা উল্লা এন্ড ব্রাদার্স (JV) মেসার্স আলমগীর কবির, জীবন নগর এর বিরুদ্ধে দুপারের হেজিংয়ে নিম্নমানের ইট ব্যাবহার করে কাজ করার অভিযোগ পাওয়া গিয়াছে।
৩০ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার আউড়িয়া বাজার থেকে মিরাপাড়া বাজার পর্যন্ত সরজমিনে গিয়ে দেখা যায় মোট ৫৩০০ মিটার সংস্করণ  কাজের মধ্যে দুই ফুট প্রসস্থ হেজিংয়ে ১ নম্বর ইট ব্যাবহার করার কথা থাকলেও প্রায় ৭৫℅ ব্যাবহার করা হয়েছে ২নম্বর ইট।
কাজের ঠিকাদার স্বপন সিকদারের কাছে মুঠোফোন নিম্নমানের ইট ব্যাবহার করছেন কেন জানতে চাইলে তিনি বলেন, এটা লসের কাজ, আমি এবং কালিয়ার বিপ্লব বিশ্বাস কাজটি করছি। ইটসহ মাল জিনিসের যে সরকারি রেট নির্ধারণ করা হয়েছে তাতে প্রতি গাড়িতে দু’হাজার ইটেই চার থেকে পাঁচ হাজার টাকা করে লস হবে। তাই দুই নম্বর ইট ব্যাবহার করা ছাড়া উপায় নাই। তাত যদি কাজ বন্ধ হয়ে যায় যাক, আমার কিছুই করার নেই। অপর ঠিকাদার কালিয়ার বিপ্লব বিশ্বাস এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

একই দিনে দুপুরে সদর উপজেলা এলজি ইডি এর নির্বাহী প্রকৌশলীর কাছে কাজের বিসয়ে জানতে চাইলে তিনি বলেন, আউড়িয়া টু মিরাপাড়া রাস্তার বিসয়ে ইতিমধ্যে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ পেয়েছি। আমরা এবিসয়ে দ্রুত ব্যাবস্থা গ্রহন করবো।

অফিসের সূত্রে জানা যায়, (OTM-এ) (GOB) প্রকল্পের (EGP) এর মাধ্যমে মেসার্স জাকা উল্লা এন্ড ব্রাদার্স এন্ড(JV) মেসার্স আলমগীর কবিরে নামে ঠিকাদর প্রতিষ্ঠান পায়। যার গত ১৪/০২/২০২৩ সালে প্রতিষ্ঠান টি ৩ কোটি ৮৮ লক্ষ ৪৮ হাজার ৮শত টাকার প্রককলিত মুল্য এ্যাভাবে ৩ কোটি ৭৪ লক্ষ ৬০ হাজার ২১৭ টাকা দরে অর্থাৎ ৩.৭০৬৯ % উর্দু দরে কাজটির ওয়ার্ক ওয়াডার দেওয়া হয় এ প্রতিষ্ঠান কে। যা সম্পূর্ণ অনিয়ম তান্ত্রিক ভাবে প্রভাবশালী জন প্রতিনিধির সহযোগিতায় হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া মেসার্স জাকা উল্লা এন্ড ব্রাদার্স  এ ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ ও রয়েছে। এমনকি সদর উপজেলার নাকাশী মাদ্রাসা থেকে চন্ডিবারপুর ইউনিয়নের জংঙ্গল গ্রামের পরদিয়ে চালিতাতলা বাজারের পাকা রাস্তার সংস্করণ কাজেও অনিয়ম দূর্নীতি হয়েছে।যার কারনে কাজ শেষ করা হলেও পুনরায় আবারও করা লেগেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

লড়াই-সংগ্রামে ডুমুরিয়ার দামাল ছেলেরা কখনো পি’ছু হ’টেনি বাপ্পি

এস কে বাপ্পি, খুলনা ব্যুরো: খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মনিরুল হাসান বাপ্পি বলেছেন, আজীবন দেখেছি, লড়াই-সংগ্রামে...

শ্রীনগরে আদালতে চলমান জমিতে রাতের আঁ’ধারে অ”বৈ’ধ ড্রেজিং

শ্রীনগর প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বাসাইলভোগ ঈদগাঁ মাঠ সংলগ্ন বাসাইলভোগ মৌজার একটি জমিতে আদালতে মামলা চলমান...

কালীগঞ্জে ঘু”ষ ছাড়া নড়ছে না ফাইল শিক্ষা কর্মকর্তার বি’রু”দ্ধে অ”ভিযো’গ

হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ঘুষ ছাড়া কোনো ফাইলই নড়ে না—এমন অভিযোগ তুলেছেন শিক্ষক...

গোদাগাড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যাকাত চেক বিতরণ

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী: গোদাগাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারি...