Sunday, July 27, 2025

নৌকা থেকে নেমে গেছেন তাদেরকে ধুলায় করে নৌকায় উঠতে হবে মেহের আফরোজ চুমকি এমপি

Date:

Share post:

আলিফ আরিফা কালীগঞ্জ (গাজীপুর) :

কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, আমরা তো তাদের সাথে য্দ্ধু করবো যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। নিজেদের মধ্যে শক্রতা না করে দেশের জন্য কাজ করতে হবে। যারা এখনোও দেশ-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে কথা না বলে দলের ভেতর কোন্দল সৃষ্টি করছেন ?

যারা নৌকা থেকে নেমে গেছেন তাদেরকে ধুলায় করে নৌকায় উঠতে হবে। গতকাল রোববার দুপুরে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, দাঙ্গা হাঙ্গামা করে মানুষের মনে জায়গা করে নিতে পারবেন না। মায়া মমতা ও ভালোবাসা দিয়ে জনগনের বিশ্বাস অর্জন করতে হবে। নৌকা মার্কায় নির্বাচন করে কী পাপ করেছি ? নির্বাচনের পর আমার নেতাকর্মীদের উপর মামলা হামলা শুরু হয়েছে।

বঙ্গবন্ধুর আদর্শে আমাদের আর্দশিত হতে হবে। নতুন প্রজন্ম ভুলেই গেছে স্বাধীনতার ইতিহাস। বিএনপি ইতিহাসকে বিলুপ্ত করতে চেয়েছে, কিন্তু তারা তা পারেনি। দল বিভক্ত হলে কারো কিছু আসে যায় না। যারা দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবে তাদের হাতে নেতৃত্ব দরকার। এদেশের মানুষ অল্প লোভ লালসায় পড়ে অনেক কিছু হারায়, বহুকিছুর বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। ইতিহাসকে বিকৃতি করে লোভে আশ্বিন হয়ে ক্ষমতায় এসেছিলেন বিএনপি।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহাবুদ্দীন আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুর্শিদ কুলি খান, যুগ্ম সম্পাদক আল-আমিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী বশিরউদ্দিন আহমেদ, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মো.কামরুল ইসলাম, মহিলা আ’লীগের সাধারন সম্পাদক মাহফুজা পারভীন, যুবলীগের সভাপতি এসএম আলমগীর হোসেন, ছাত্রলীগের সভাপতি মো.তানভীর হোসেন প্রমুখ।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জুই এর আমন্ত্রণে, সেদেশের মাটিতে...

ভোলায় সেনাসদস্য আনোয়ারের বিরুদ্ধে কোর্ট মার্শালের আদেশ

আরিফা হক,গাজীপুর প্রতিনিধি : হত্যা চেষ্টা ও ছিনতাই মামলার প্রধান আসামি সেনাবাহিনীর সদস্য আনোয়ার হোসেন (সৈনিক নং ১২৩৮৩৬৭) এর...

শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত 

মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । শনিবার শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজে অনুষ্ঠিত-সকাল দশটা...

নড়াইলে এক সহানুভূতির হাত বদলে দিচ্ছে শত তরুণের ভবিষ্যৎ

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ জীবনের সংগ্রাম ও হতাশার অভিজ্ঞতা থেকেই সৌরভ বিশ্বাস উপলব্ধি করেছেন, মানুষের জীবনে সময়মতো একটি সহানুভূতির হাত...