
রংপুর জেলা প্রতিনিধি।।
আজ ০৩ সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার কার্যালয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামানের (বিপিএম-বার, পিপিএম-বার) সাথে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালের বিদেশি শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ করেন। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালের বিদেশি শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরবর্তীতে কমিশনার বিদেশি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি তাদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দীক এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালে পড়তে আসা বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি শিক্ষার্থীবৃন্দ।