Sunday, July 13, 2025

মণিরামপুরে আ’লীগের শোক সভা অনুষ্ঠানে জনসমুদ্র

Date:

Share post:

তহিদুল ইসলাম,মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

যশোর মণিরামপুরে হাজার হাজার জনতার উপস্থিতিতে পালন হলো শোক সভা দোয়া অনুষ্ঠান। জেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মিকাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা কৃষক লীগের সহ-সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপঃ কমিটির সদস্য, ও যশোর (০৫) আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এসএম ইয়াকুব আলী।এসময় বক্তব্য কালে বক্তারা বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শ ও স্বপ্নগুলো বাস্তবায়নে আওয়ামী লীগের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্নগুলো বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এখনও একটি গোষ্ঠী করে যাচ্ছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মত ষড়যন্ত্র রোধে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই উল্লেখ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে মণিরামপুরে আওয়ামী লীগের উদ্যােগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

শুরুতেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শোক সভায় অংশ নেয়। নেতা-কর্মীদের উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে এক পর্যায় শোকসভায়টি জনসমুদ্রে পরিনত হয়। নেতা-কর্মীদের উপস্থিতি পৌরশহরের মহাসড়কে ছাপিয়ে পড়ে। সভাস্থলসহ প্রত্যক্ষদর্শিদের অনেকেই বলেন, এই শোক সভায় এ যাবতকালের সর্ববৃহত জনসমাগম ঘটেছে।অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি মিকাইল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্দীপ ঘোষের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সহ-সভাপতি গৌর কুমার ঘোষ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জি এম মজিদ, যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবলু, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাসান সরোয়ার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিলন ঘোষাল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহবায়ক কাজী তাজাম্মূল হুসাইন টিটো, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দীন, উপজেলা যুবলীগের সদস্য শিমুল কুশারী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ঝাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু, নেহালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, দুর্বাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গাজী মাযহারুল আনোয়ার, খেদাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম মিলন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক জামাল হোসেন, পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস, আইয়ুব পাটোয়ারী, মহিলা নেত্রী আসমাতুন্নাহার, মাজেদা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল রকি, সহ-সভাপতি মাহাবুর রহমান, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম বাপ্পি প্রমুখ।শোক সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কমনায় দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্র’তিবাদে বি’ক্ষোভ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও গণপিটুনিসহ নানা অপরাধের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২...

খাগড়াছড়ি,গুইমারা উপজেলা মারমা ঐক্য পরিষদ অফিস উদ্বোধন করেন

খাগড়াছড়ি, প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা গুইমারা উপজেলায় মারমা সম্প্রদায়ে বিশ্বস্ত সংগঠন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠনে অফিস...

নড়াইলে আইডিইবি’র নবনির্বাচিত কমিটির সভাপতি মামুন সম্পাদক সালাম

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর নব নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। ১২...

সাধারণ মানুষের ও মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আজ লালবাজার অভিযান প্রদেশ কংগ্রেসের

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ বৈকালে ভারতের জাতীয় কংগ্রেস এর পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর সভাপতি শ্রী...