Monday, September 15, 2025

মংলা মৎস্য বন্দরে বিক্রি হচ্ছে কোটি কোটি টাকার ইলিশ

Date:

Share post:

অনলাইন ডেস্কঃ

সাগরে জাল ফেললেই ধরা পড়ছে প্রচুর বড় আকারের ইলিশ, যা এ বছরের রেকর্ড বলে জানিয়েছেন জেলেরা। উপকূলের মৎস্য বন্দরগুলোতে এক একটি ট্রলারে কোটি কোটি টাকার ইলিশ বিক্রি করছে। এতে মৎস্য অবতরণ কেন্দ্রের রাজস্ব আয় বেড়েছে কয়েকে গুণ।

এমনই এক জেলে পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন রামগতি এলাকার আবুল খায়ের। বঙ্গোপসাগরে জাল ফেলার পর প্রথম টানেই ভাগ্য ঘুরে গেছে তার। এক টানে ইলিশ পেয়েছেন ১৭০ মণ, মহিপুর মৎস্য বন্দরের ‘মিঠুন ফিশ’ নামের একটি আড়তে বিক্রি করে পেয়েছেন ৫৪ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।

ট্রলারের মাঝি স্থানীয় ইউনুস জানান, ইলিশ ধরার জন্য ২০ আগস্ট রামগতি থেকে সাগরে ট্রলার ভাসান তারা। ২৩ আগস্ট সকালে জাল ফেলেন। এদিন বিকেলে জাল তোলেন, এ সময় প্রচুর ইলিশ মাছ পান। এরপর তারা মহিপুর মৎস্য বন্দরের উদ্দেশে রওনা করেন। গত শনিবার দুপুরে তারা মহিপুরে পৌঁছান।

ট্রলারমালিক আবুল খায়ের বলেন, তিনি মাছের ব্যবসা করতে গিয়ে ধারদেনায় জর্জরিত হয়ে পড়েছিলেন। এবার সাগরে নামার মতো কোনো অর্থ ছিল না তার। যে কারণে স্ত্রীর গয়না বন্ধক রেখে ৮ লাখ টাকা ধার নিয়ে জ্বালানি ও প্রয়োজনীয় খাবার কিনে সাগরে নামেন। ঋণ পরিশোধ করা নিয়ে ছিলেন দুশ্চিন্তার মধ্যে। জালের প্রথম টানেই প্রচুরসংখ্যক ইলিশ পাওয়ায় আবুল খায়ের এখন দারুণ খুশি।

জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে সময়মতো বৃষ্টি না হওয়ায় এবার দেরিতে ইলিশ আহরণ শুরু হয়েছে। প্রতিনিয়ত পলি পড়ে সাগরের সংযোগ চ্যানেল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, পরিবর্তিত চ্যানেল ইলিশের চিনে উঠতে সময় লাগছে। মোহনা ও সাগরদূষণ প্রতিরোধ করা গেলে জাতীয় ইলিশের
উৎপাদনের এমন ধারা অব্যাহত রাখা সম্ভব হবে।’

আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ শাকিল আহমেদ বলেন, ‘মৎস্য বন্দরের রাজস্ব নির্ভর করে মাছ অবতরণের ওপর। আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রটি স্থাপিত ২০২১ সালের ২৬ অক্টোবর । ২০২১-২২ অর্থবছরে অবতরণ কেন্দ্রে ১২৩ মেট্রিকটন মাছ অবতরণ হয়েছে, যার মধ্যে আনুমানিক ১২ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

২০২২-২৩ অর্থবছরে অবতরণ কেন্দ্রে ১৪০ মেট্রিকটন মাছ অবতরণ হয়েছে, যার মধ্যে আনুমানিক ২৫ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে অবতরণ কেন্দ্রে ৪০ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেভাবে গত কয়েক দিন ধরে মাছ অবতরণ হচ্ছে, লক্ষ্যমাত্রার চেয়ে আরও বেশি রাজস্ব আয় করতে পারবে বলে আশা এই কর্মকর্তার।

এম,এম,হোসেন নিউজবিডিজার্নালিস্ট২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মনিরামপুর ভূমি অফিসে দু”র্নীতির স্বর্গরাজ্য – নৈশ প্রহরীও ‘স্যার’

মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুর ভূমি অফিস দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে—এমন অভিযোগ উঠেছে এলাকাবাসীর মধ্যে। অফিসের নৈশ প্রহরী আসাদও সেখানে...

নড়াইলে তরুণ উদ্যোক্তা প্রযুক্তির আলো তুলে দিতে চান তরুণ প্রজন্মের কাছে

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ আমাকে সৃষ্টিকর্তা যে সামান্য জ্ঞান ও দক্ষতা দিয়েছেন,তা আমি সাথে নিয়ে যেতে পারব না। কিন্তু রেখে...

নড়াইলে উৎসব মুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি : নড়াইলে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় যুব ও...

‎মণিরামপুরে ইউপি সদস্য সহ তিন ভাইয়ের বি’রুদ্ধে গৃহবধূকে নি”র্যাত’নের অ”ভিযো’গ নী’রব প্র”শাসন!

নেপথ্যে মাদক ও ক্যাসিনোঃ ‎এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ যশোরের মণিরামপুরে দীর্ঘ ১০ বছর যাবত মধ্যযুগীয় কায়দায় টুম্পা বেগম (২৫) নামের এক...