Saturday, July 12, 2025

আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদক:

আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, সাহিত্যবিদ্যা প্রকাশনা উৎসব ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর ২০২৪) ঢাকাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মেলা, সেগুনবাগিচায় দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অনুষ্ঠানের জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আবহে অনুষ্টিত এই আয়োজনে সংগঠনটির প্রধান উপদেষ্টা উস্তাজুল আসাতিজা, বিশিষ্ট আরবি সাহিত্যিক মাওঃ মোঃ কামরুজ্জামান দা.বা. এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি কবি, গবেষক ও বহুগন্থ প্রণেতা প্রাকৃতজ শামিমরুমি টিটন, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কবি, সম্পাদক ও সংগঠক মাহমুদুল হাসান নিজামী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক, মুহাম্মদ আলমগীর জুয়েল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক আমিনুল ইসলাম, কবি শিক্ষক ও সংগঠক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গীতিকার ও সুরকার মেহেদী হাসান লিটন, ভারতের কবি ও সংগঠক নিহার রঞ্জন দেবনাথ, কবি, সাংবাদিক ও সংগঠক মো. বেল্লাল হাওলাদার, লেখক ও সংগঠক অধ্যক্ষ নেছার আলী, কবি ও সাহিত্যিক কাজি মুকুল, ভারতের কবি ও সংগঠক সোমনাথ চক্রবর্তী সুমন, কবি ও সংগঠক মুহাম্মদ আমির হোসেন, কবি ও সংগঠক লায়ন ছিদ্দিকুর রহমান, কবি ও সংগঠক মুহাম্মদ আবু তাহের, কবি ও সংগঠক ডা. আব্দুল হাকিম, কবি ও সাহিত্যিক প্রকৌশলী মো. শাহানুর রশিদ, নজরুল গবেষক ও বাচিকশিল্পী রেজাউল হোসাইন টিটো মুন্সী, কবি ও সাংবাদিক রবিউল ইসলাম (রবি কবি), কবি ও সংগঠক ইলোরা সোমা, কবি ও সংগঠক খাজা হারুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক গুলে জান্নাত আফরোজ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ সাহিত্যের নানাদিক আলোচনার পাশাপাশি আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ভূয়শী প্রশংসা করেন, এমন আয়োজন সংগঠনের বিস্তারে ভূমিকা রাখবে এবং সাহিত্যসেবিদের নতুন নতুন সৃষ্টির ক্ষেত্রে উৎসাহিত করবে। এমন আন্তরিক আয়োজনের জন্য সংগঠনটির পরিচালক এইচ এম শাহরিয়ার কবির সহ আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর প্রধান সমন্বয়ক আর মজিব, পুরা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম শাহরিয়ার কবির ও সভাপতি শাহনাজ পারভীন।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও ইসলামীক সংগীত পরিবেশন করেন আগত কবি-সাহিত্যিকরা। সবশেষে আমন্ত্রিত কবি-সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের মধ্যে সাহিত্যের পথে হাঁটার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করে উৎসাহিত করা হয়। পরে সংগঠনটির পরিচালক এইচ এম শাহরিয়ার কবির এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দুর্নীতিবাজ মাহবুবের খুটির জোর কোথায় ? বহিষ্কারের পরেও স্বপদে বহাল

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটর মাহাবুবুর রহমান।...

নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন...

নানার বাড়ি

নানার বাড়ি মুহাঃ মোশাররফ হোসেন যশোর জেলার থানা মনিরামপুর ঝাঁপা গ্রামে বাড়ি আমার , চালুয়াহাটি ইইউনিয়নে নানা বাড়ি মন চাইতো যেতে বারেবার! বুঝবার যখন...

রৌমারীতে নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ           

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে রৌমারী উপজেলা প্রশাসন...