
রংপুর প্রতিনিধি:
রংপুরের একটি আদালত সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান আহমেদকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় তাকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে তোলা হয়।
রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩-এর বিচারক দেবী রানী রায় রিমান্ডের এ আদেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় নুরুজ্জামান আহমেদ এজাহারনামীয় এক নম্বর আসামি। মামলার তদন্ত কর্মকর্তা, উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ আসামিকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে বিচারক উভয়পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ইফতা আখতার দাবি করেন, নুরুজ্জামান আহমেদ নির্দোষ এবং ঘটনার সময় তিনি রংপুরে উপস্থিত ছিলেন না। অন্যায়ভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ৫ আগস্টের পর থেকে তিনি ওই বাড়িতেই আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানায়।
রিমান্ডের আদেশের পর পুলিশ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নুরুজ্জামান আহমেদকে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিয়ে যায়।