Wednesday, October 15, 2025

খুলনা সরকারি মহিলা কলেজ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নারী শিক্ষা বিস্তারে সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ

Date:

Share post:

স্টাফ রিপোর্টার: 

খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনা সরকারি মহিলা কলেজ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নারী শিক্ষা বিস্তারে সর্বশ্রেষ্ঠ বিদ্যাপিঠ। দেশের অন্যতম দুইটি বৃহত্তম মহিলা কলেজের মধ্যে একটি হলো খুলনা মহিলা কলেজ। এটি খুলনার সবচেয়ে প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান। সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে ও ক্রীড়াক্ষেত্রে কলেজটির শিক্ষার্থীরা বেশ পারদর্শী। জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিবছর বিভিন্ন ইভেন্টে এই কলেজের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়ে থাকে।মেয়র আজ (মঙ্গলবার) সকালে খুলনা সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে কলেজটির ৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান সকল শিক্ষাপ্রতিষ্ঠান যেন সুন্দরভাবে পরিচালিত হয়। এজন্য প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এই কলেজের সাবেক শিক্ষার্থীরা অনেকেই সরকারের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এ কলেজের সুনাম ছড়িয়ে পড়ছে। কলেজটির মনোরম পরিবেশ, নিয়ম-শৃঙ্খলা, নিরাপত্তা ও শিক্ষার গুণগত মানের কারণে শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হয়ে থাকেন। এই কলেজের উন্নয়নের জন্য মেয়র সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোসাম্মৎ হোসনে আরা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র। খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ও কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর খান আহমেদুল কবীর চাইনিজ। অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সমীর রঞ্জন সরকার, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোল্লা আবুল বাশার, খুলনা সরকারি মহিলা কলেজের ছাত্রী সংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক মোঃ আবদুল জব্বার, বিশ্বাস প্রপার্টিজের চেয়ারম্যান আজগর বিশ্বাস তারা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মেয়রের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পরে কলেজের অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে কেক কাটেন নবনির্বাচিত সিটি মেয়র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে মি”থ্যা চু”রি মা/ম/লা দিয়ে ফাঁ/সা/নোর প্র/তিবাদে মানব”বন্ধন ও বি”ক্ষোভ মি’ছিল

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে চুরি মামলা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন...

গোদাগাড়ী বাসীর অঙ্গিকার পানির ন্যায্য অধিকার হযরত আলী

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী: পানি নিয়ে বৈষম্য গোদাগাড়ীর মাটিতে মেনে নেওয়া হবে না। গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের...

বগুড়ার নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩টি ওয়ার্ডের সেন্টার কমিটি গঠন

রিপন বগুড়া প্রতিনিধির ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির ১,২,৩ নং ওয়ার্ড সেন্টার...

মোংলায়  এক যুবককে কাঠের লা”ঠি দিয়ে পি”টিয়ে জ”খ’ম হ*ত্যা

আশিক বিশ্বাস মোংলা প্রতিনিধি: সোমবার ভোরে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মোংলা ইপিজেড গার্মেন্টসে যাচ্ছিলেন মহিদুল শেখ। সকাল সোয়া ৭টার...