Monday, September 15, 2025

শার্শায় নির্মানধীন বিম ভেঙ্গে চাপা পড়ে শ্রমিক নিহত

Date:

Share post:

ইমরান হোসেন বাগআঁচড়া প্রতিনিধিঃ

শার্শার বাগআঁচড়ায় নির্মানাধীন দেয়াল(বিম)ভেঙে নিচে চাপা পড়ে জাহিদ হোসেন (১৯) নামে এক নির্মান শ্রমিক নিহত হয়েছে।

সোমবার (১০ই জুলাই) সকাল ৯টার দিকে বাগআঁচড়া টিএনটি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন পাশ্ববর্তী কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের আবু তালেবের ছেলে।

সাথে থাকা নিহতের বোন জামাই শিমুল জানান, জাহিদ পেশায় একজন রাজমিস্ত্রি। বাগআঁচড়ার টিএনটি অফিস সংলগ্ন কামরুল ইসলামের একটি বাড়ী নির্মানের সেনটারিং এর কাজ করছিলো জাহিদ হোসেন। এসময় অসাবধানতা বসত বিম হঠাৎ ভেঙ্গে পড়ে জাহিদ হোসেন চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

নির্মানধীন বাড়ির মালিকের বোন জামায় আব্দুল আল মামুন বলেন, বিল্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতা বসত এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর শুনে আমি তাদের বাড়িতে যায়। এখানে এসে জানতে পারলাম তারা দীর্ঘ ৩ মাস যাবত ওই বিল্ডিং এ কাজ করছিল। তাদের হাত দিয়ে তৈরি ওই নির্মাণাধীন বিল্ডিং। সকালে তারা কাজ করতে গেলে বিল্ডিং এর বিম ভেঙ্গে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। নিয়ম অনুযায়ী আমরা তার জন্য যা করার দরকার তাই করবেন বলে তিনি জানান।

ইউপি সদস্য মুজিবর রহমান মজু জানান,নিহত জাহিদ আমার গ্রামের ছেলে। সে রাজমিস্ত্রি কাজ করে।সকালে কাজ করতে গিয়ে বিম ভেঙ্গে চাপা পড়ে সে মারা গেছে। আর মারা যাওয়ার ঘটনায় কোন পক্ষই দায়ী না। মালিক পক্ষ শুনে তারা আসছিলো এবং পরিবারের সকল দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।

শার্শা থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান,বিষয়টি শুনেছি। এর পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।এব্যাপারে কোন মামলা হয়নি বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

জামায়াত এনসিপি হচ্ছে আওয়ামী লীগের বি ও সি টিম আমজাদ হোসেন মামুন

 নুর-বীন আব্দুর রহমান রাহাত,  ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আমজাদ হোসেন মামুন বলেছেন, জামায়াত ও এনসিপি আসলে...

আজ মগরাহাট পশ্চিমের উস্তি কে সি এম উচ্চ বিদ্যালয়ে মহিলা তৃনমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্তি কে সি পি উচ্চ বিদ্যালয়ে একটি...

মনিরামপুর ভূমি অফিসে দু”র্নীতির স্বর্গরাজ্য – নৈশ প্রহরীও ‘স্যার’

মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুর ভূমি অফিস দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে—এমন অভিযোগ উঠেছে এলাকাবাসীর মধ্যে। অফিসের নৈশ প্রহরী আসাদও সেখানে...

নড়াইলে তরুণ উদ্যোক্তা প্রযুক্তির আলো তুলে দিতে চান তরুণ প্রজন্মের কাছে

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ আমাকে সৃষ্টিকর্তা যে সামান্য জ্ঞান ও দক্ষতা দিয়েছেন,তা আমি সাথে নিয়ে যেতে পারব না। কিন্তু রেখে...