Wednesday, July 23, 2025

যশোরে দা-ছুরি বানাতে ব্যস্ত সময় পার করছেন কর্মকাররা

Date:

Share post:

মোঃ সাকিব হোসেন,স্টাফ রিপোটার:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যশোরের মণিরামপুর রাজগঞ্জে কর্মকারদের বেড়েছে ব্যস্ততা। অধিকাংশ দোকানের ভেতর থেকে ভেসে আসা হাতুড়ি দিয়ে লোহা পেটানোর টুং টাং শব্দে পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছে। রোজার ঈদের এক মাস পর থেকেই কামারিরা কোরবানির জন্য প্রস্তুতি শুরু করেন। আগে ১২ ঘণ্টা কাজ করলেও কোরবানির সময় ঘনিয়ে আসায় এখন টানা ১৪-১৫ ঘণ্টা কাজ করতে হচ্ছে তাদের। মাঝে শুধু খাওয়ার সময় পাওয়া যাচ্ছেন তারা। ক্রেতাদের চাহিদানুসারে সরবারহ স্বাভাবিক রাখতেই তাদের এ অক্লান্ত পরিশ্রম।

কামারপট্টিতে প্রতিটি দোকানে সাজিয়ে রাখা হয়েছে কোরবানির পশু জবাই ও গোশত কাটার বিভিন্ন আকারের দা, বটি, ছুরি, চাপাতি, কুড়াল। অনেকে আবার দোকানের সামনে বসে এসব সরঞ্জাম ধারালো করতে শান দেওয়ার কাজ করছেন। দোকানের পাশ দিয়ে কেউ গেলেই ডাক দিয়ে জিজ্ঞেস করছেন, কী লাগবে ? টুকটাক যেসব ক্রেতা আসছেন তাদেরকে চাহিদা অনুযায়ী সরঞ্জাম দেখাচ্ছেন, দামাদামি করছেন। সবমিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এখানকার কামার ও বিক্রেতারা। সোমবার ২৭শে জুন সরেজমিনে উপজেলার রাজগঞ্জ বাজারে কামারপট্রিতে দেখা যায়, কারিগররা উত্তপ্ত লোহাকে পিটিয়ে নির্দিষ্ট রূপ ‍দিচ্ছেন। নির্দিষ্ট সময় পর ঠান্ডা করে ধারালো করছেন।

প্রয়োজনীয় উপকরণের অভাব, আর্থিক সংকটসহ নানা কারণে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই শিল্প। পাশাপাশি কয়লা আর কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমেছে বলেও জানায় এই উপজেলার কামাররা। সারা বছর কমবেশি লোহার কাজ করলেও ঈদুল আজহাকে সামনে রেখে বৃদ্ধি পায় কামারদের কর্মব্যস্ততা। ভোর থেকে শুরু করে গভীররাত অবধি চলছে তাদের রকমারি কর্মযজ্ঞ।

ক্রেতারা বলেন “আর মাত্র কয়েক দিন পরেই ঈদ। গরু ও ছাগল জবাই দিতে এবং মাংস কাটতে দা,বটি, চাকু ও ছুরির প্রয়োজন। এজন্য বাজারে দা, বটি ও ছুরি কিনতে এসেছি । তবে গতবছরের চেয়ে এবার দাম খানিকটা বেশি।”লোহার তৈরী জিনিপত্র পাইকারী বিক্রেতারা বলেন, “সারাবছরই তারা দা, বটি, চাকু, ছুরি বিক্রি করি। তবে কোরবানির মৌসুমেই এসব সরঞ্জামের কেনা-বেচার ধুম পড়ে। এবারও ভালো বিক্রি হচ্ছে। তবে কয়লা ও লোহার দাম বেড়ে যাওয়ায় কামারদের কাছ থেকে বেশি দামে এসব জিনিসপত্র কিনতে হচ্ছে। যার ফলে কিছুটা বেশি দামে আমাদের বিক্রি করতে হচ্ছে।

মণিরামপুর রাজগঞ্জের কর্মকার সঞ্জয় কুমার জানান বাপ-চাচার ঐতিহ্য সূত্রে অনেক বছর ধরে এই কাজ করে আসছি। বছরের অন্য দিনগুলোতে তেমন কাজ থাকে না। কিন্তু কোরবানির ঈদ এলে কাজের চাপ বেড়ে যায় প্রতিবছর। নিউজবিডিজার্নালিষ্ট ২৪কে জানায়, দা আকৃতি ও লোহাভেদে ২০০- ৫০০ টাকা, ছুরি ১০০-৪০০ টাকা, চাকু প্রতিটি সর্বোচ্চ ৫০-৫০০ টাকা, হাড় কোপানোর চাপাতি প্রতিটি ৫০০-৮০০ টাকা এবং পুরানো দা, বটি, ছুড়ি শান দিতে বা লবণ-পানি দিতে ৫০-১৫০ টাকা পর্যন্ত নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদায় রামনগর ০৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:   যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে ০৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের...

ভু’য়া ভোটার ও আদালতের নি’ষেধাজ্ঞা উপেক্ষা করে মাদ্রাসায় প্রহসনের নির্বাচন

জামালপুর প্রতিনিধি: ভোটার তালিকায় অসংখ্য ভুল, আদালতের নিষেধাজ্ঞা, বৈধ প্রক্রিয়া উপেক্ষা করে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত...

নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের জমি দ’খল অতঃপর উ’চ্ছেদ নোটিশ জারী

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী এলাকায় পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) কর্তৃক অধিগ্রহণকৃত সরকারি জমি জবরদখল...

খাগড়াছড়ির রামগড়ে ৭ বছরের শিশু ধ’র্ষণে’র শিকা’র  গ্রে’ফতা’র চা দোকানদার 

খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়নে ৭ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ শাহিন (৫৩) নামের এক চা...