Saturday, May 10, 2025

কালীগঞ্জে ভুল চিকিৎসায় দুই  সন্তানের জননীর মৃত্যু  ৫০ হাজার টাকা জরিমানা করল প্রশাসন

Date:

Share post:

হুমায়ুন কবির কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসায় মরিয়ম খাতুন (২৯) নামে দুই
সন্তানের জননীর মৃত্যুর অভিযাগ উঠেছে। মরিয়ম খাতুন উপজেলার কমলাপুর
গ্রামের ইব্রাহীম মন্ডলের মেয়ে। মরিয়ম খাতুনের রাব্বি হাসান (১০) ও দেড়
বছর বয়সী রাফি হোসেন নামে দুটি সন্তান রয়েছে।
এদিকে, এ খবর জানাজানি হওয়ার পর রোববার সকালে ফাতেমা প্রাঃ
হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা
হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:
হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
মরিয়মের পিতা ইব্রাহীম মন্ডল জানান, হঠাৎ পেটে ব্যাথা অনুভব করেন মরিয়ম
খাতুন। এরপর বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষার পর জানতে পারেন জরায়ুর নাড়ীতে
টিউমার হয়েছে। চিকিৎসা করাতে আসেন বাবার বাড়ি ঝিনাইদহের
কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে। এ বছরের ফেব্রুয়ারি মাসের ২৩
তারিখে বাবা ইব্রাহীম মন্ডল নিয়ে যান ফাতেমা প্রাঃ হাসপাতালে।
চিকিৎসক ডা: আসলাম হোসেন বিভিন্ন রিপোর্ট দেখে বলেন অপারেশন
করাতে হবে। অপারেশন করার পর বাড়ি নিয়ে যান মরিয়ম খাতুনকে। এরপর
প্রায়ই পেটে ব্যাথা অনুভব করতে থাকেন মরিয়ম খাতুন। গত দুই মাস
আগে একই স্থানে ব্যাথার তীব্রতা বাড়তে থাকলে আবারও ফাতেমা প্রাঃ
হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফাতেমা প্রাঃ হাসপাতালের মালিক ইকরামুল
হোসেনের ছোট ভাই এনামুল হোসেন পুনরায় একই স্থানে অপারেশন করেন।
এরপর চিকিৎসক আসলাম হোসেন আবারও অপারেশন করেন। কিন্তু সেখানে
রোগী সুস্থ না হওয়ায় ঢাকায় নিয়ে যান তার পরিবার। গত ১৪ জুন
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে মরিয়ম খাতুন।
মরিয়ম খাতুনের পিতা ইব্রাহীম মন্ডল অভিযোগ করে বলেন, তার মেয়ের একই
স্থানে তিনবার অপারেশন করা হয়েছে। অপারেশন করলেও সেখানে কোন সেলাই
দেওয়া হয়নি। তার মেয়ের হিস্টো প্যাথলজি রিপোর্ট এখনো তাদের দেয়নি
ফাতেমা প্রাঃ হাসপাতালের মালিক। তার মেয়ে ভুল চিকিৎসায় মৃত্যুবরণ
করেছে। তারা খুবই গরীব। মেয়ের দুটি ছোট সন্তান রয়েছে। তাদের নিয়ে
দুশ্চিন্তায় পড়েছেন তিনি।এ ব্যাপারে ডা. আসলাম হোসেন সাংবাদিক পরিচয় পাওয়ার পর
মুঠোফোনে বলেন, অফিসের কাজে ব্যস্ত আছি। পরে কথা বলবো।
ফাতেমা প্রাঃ হাসপাতালের মালিক ইকরামুল হোসেন সকল অভিযোগ
অস্বীকার করে জানান, তারা যে অভিযোগ করছেন সব মিথ্যা।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান জানান, অস্বাস্থ্যকর
পরিবেশে চিকিৎসা সেবা প্রদান এবং দায়িত্বে অবহেলার কারণে
স্বাস্থ্যহানি ঘটানোয় ফাতেমা প্রাঃ হাসপাতালকে ৫০ হাজার টাকা
জরিমানা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

নড়াইলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সহ গ্রেফতার ৪

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ...

নড়াইলে লোহাগড়া উপজেলায় ছাত্রদল সমর্থকের মৃ”তদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইল লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকার (২৬) নামে এক ছাত্রদল...

বন্দবেড় ইউনিয়ন বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ৩নং বন্দবেড় ইউনিয়ন বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি...

কালীগঞ্জে ই”য়াবা’সহ মা”দক ব্যবসায়ী গ্রে”ফতা’র 

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৯ পিস বিশুদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ আনসার আলী (২২) নামে...