প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৩, ১২:৪৫ পি.এম
মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “দুই দিনের দুনিয়া”

মুহাঃ মোশাররফ হোসেন
দুইদিনের এই দুনিয়া
যেতে হবে সবকিছু ছাড়িয়া"
এতো সাজ এতো পরিপাটি
হবে রে সব হবে মাটি।
যে দিন দেহ থেকে প্রানটা যাবে উড়ে,
এই পৃথিবীতে র’বে সবই পড়ে।
মাটির দেহ মাটিতে খাবে"
খালি হাতে একেলা যেতে হবে।
এই দালান কোঠা বাড়ী ঘর
হবে রেসব হবে পর,
রঙ্গের এই জগৎ সংসারে
সবি হবে রে সব পর"
ভুলে যাবে সবি তোমায়
দুই দিনের এই রং তামাশায়।
একেলা এসেছো একেলা যাইবা
কেউতো তোমার সঙ্গী হবে না,
একমাত্র যদি করো ভালো কাজ
ছেড়ে দিতে হবে এই অজ্ঞতা সমাজ"
নামাজ, রোজা, রাসুলের সুন্নাহ,
এই ছাড়া কখনো রাসুলের শাফায়াত পাইবা না।।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।