Sunday, March 23, 2025

২০৪১ সালের ভিশন বাস্তবায়নে আবারও নৌকায় ভোট দিতে হবে -প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

Date:

Share post:

নূরুল হক,মণিরামপুর প্রতিনিধি:

‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানিয়ে ২০৪১ সালের ভিশনের সফলতা আনতে আবারও নৌকায় ভোট প্রদানের বিকল্প নেই। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের যুদ্ধ, সংগ্রাম মৃত্যু, লাঞ্ছনা ও চরম আত্মত্যাগের মাধ্যমে ছিনিয়ে আনা স্বাধীন বাংলাদেশ। নানা পিছুটান, ষড়যন্ত্র সত্বেও স্বাধীনতা পরবর্তী জননেত্রী শেখ হাসিনার সরকারের অর্জন বিস্ময় জাগিয়েছে সারা বিশ্বে। অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতিসহ সামগ্রিক অগ্রযাত্রা দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলার সামগ্রি সমৃদ্ধিতে কোনো হতাশা না থাকলেও স্বাধীন বাংলার বুকে আজও রয়ে গেছে স্বাধীনতা বিরোধীদের হুংকার। রয়েছে পাকিস্থানী দালাল আর সাম্প্রদায়িক শক্তি। শেখ হাসিনা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ্য করতে ওই স্বধীনতা বিরোধী সম্প্রদায় ও গণতন্ত্র বিরোধী চক্র আবারও নানাভাবে মাথাচড়া দিয়ে ষড়যন্ত্র করছে। আমাদের সজাগ থেকে এর মোকাবেলা করতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।’ মণিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন স্থানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও আওয়ামীলীগের নৌকা প্রতীকে ভোট প্রার্থনা ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য (এমপি)।

শনিবার বিকেলে খেদাপাড়া বাজারে উপজেলা আওয়ামীলীগের সাবেকনেতা হাবিবুর রহমান ভোলার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব কাজী মাহমদুল হাসান।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান তরুণ আওয়ামীলীগনেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ।

স্থানীয় যুবলীগনেতা তারক দেবনাথের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক শামছুর রহমান, সাবেক সভাপতি আব্দুল মোমিন, প্রতিমন্ত্রীর এপিএস কবির খান, আওয়ামীলীগ নেতা

অশোক মল্লিক, প্রভাষক মামুন অর রশিদ জুয়েল, শফিয়ার রহমান, বিনোদ কুমার, হাফিজুর রহমান, কৃষকলীগ নেতা আব্দুর রহমান, যুবলীগনেতা গাজী আসাদ, মিজানুর রহমান, মিলন, ছাত্রলীগনেতা মেহেদী হাসান, তানজির আহম্মেদ, রাসেল, ফারিন খানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

পরে প্রতিমন্ত্রী ইউনিয়নের গালদা-খড়িঞ্জি ও কাশিপুরের কাঠাঁলতলা বাজারে আরও দুটি কর্মীসভায় বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

জনতার বাজারে মাইকে ঘোষণা দিয়ে ৪ সাংবাদিকের ওপর হা”মলা প্রশাসনের নি”ষ্ক্রিয়’তায় ক্ষো’ভ

তুহিনুর রহমান, স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জনতার বাজারে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ পশুর হাট...

রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা

রাজগঞ্জ প্রতিনিধি: যশোরের রাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ), ২১ রমজান,...

গোদাগাড়ীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

মোঃমাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহীঃ  দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার রোগমুক্তি ও গোদাগাড়ী তানোরের উন্নয়নের রূপকার সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল...

গাজায় বর্বর ইজরায়েলী হা”মলার প্রতিবাদে বিক্ষোভ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ গাজায় ইজরাইয়েলী হামলার প্রতিবাদে ও নতুন করে নৃশংস হত্যাযজ্ঞে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যশোরের সম্মিলিত...