Friday, November 21, 2025

নড়াইলে মডেল পৌরসভায় রুপ নেবে বল্লেন বিশ্বব্যাংকের মিস্টার জন এ রোমি

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইল পৌরসভার ৪শ’ ২৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে ঘুরে গেলেন বিশ্ব ব্যাংক ও এলজিইডি আরইউটিডিপি (মিউনিসিপ্যাল ইনফ্রাস্ট্রাকচার এন্ড আরবান প্লানিং গ্রুপ)-এর একটি প্রতিনিধি দল। গতকাল বিকেল ৪টার দিকে প্রতিনিধি দল নড়াইল পৌরসভায় আসেন। পৌর হল রুমে পৌর মেয়র আঞ্জুমান আরা, প্যানেল মেয়র কাজী জহিরুল হক ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী কবির হাসান বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সামনে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের যৌক্তিকতার বিসয়ে  তুলে ধরেন।
যার মধ্যে ৪শ ২৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের মধ্যে রয়েছে, সড়ক, ড্রেন, ফুটপাথ, স্ট্রিট লাইট, মার্কেট নির্মাণ, পৌর পার্ক, বর্জ্য ব্যবস্থাপনা, বাস টার্মিনালের উন্নয়ন ইত্যাদি। এ সময় বিশ্বব্যাংকের টেকসই উন্নয়ন প্রকল্পের আঞ্চলিক পরিচালক মিস্টার জন এ রোমি বলেন, পৌরসভার প্রতিটি কাজ দক্ষতার সাথে করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাহলে নড়াইল রুপান্তরিত হবে মডেল পৌরসভায়। আমরা এই প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের উপর বেশি জোর দেওয়ার চেস্টা করবো আমরা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বব্যাংকের টেকসই উন্নয়ন প্রকল্পের প্রোগ্রাম অফিসার মিস গায়েত্রী আচারিয়া, শহর উন্নয়ন বিশেষজ্ঞ মিস ইশিতা জলের গান-এর ম আলম অবনি, আরইউটিডিপি-এর প্রোজেক্ট ডিরেক্টর মঞ্জুর আলী, পৌরসভার একাউন্টেন্ট জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বন্দ প্রমুখ।
এরআগে পৌর মেয়র আঞ্জুমান আরা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে নড়াইল পৌরসভার সন্দীপন এবং দীর্ঘদিনের সমস্যাগুলির নিরসন হবে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের  মাধ্যমে পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। এছাড়া অন্যান্য প্রকল্পগুলি বিরোধী এব বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে অ’র্ধশত পরিবারের চলাচলের রাস্তা ২ যুগ যাবত বন্ধ রেখেছে বজলুর!

মণিরামপুর প্রতিনিধিঃ একটি দু'টি নই,প্রায় অর্ধশত পরিবারের শতাধিক মানুষের চলাচলের রাস্তা অর্থ ও ক্ষমতাবলে দীর্ঘ ২০ বছরেরও বেশি...

দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নিতীশ কুমার

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ ভারতের বিহার রাজ্যের পাটনা শহরের গান্ধী ময়দানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে বিহারের...

মণিরামপুর থানা গেট যখন ইঞ্জিন ভ্যান স্টান্ড

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ  ছবিটি একটু দূর হতে দেখলেই মনে হবে এটা মণিরামপুর হইতে ঢাকুরিয়া বা মণিরামপুর টু হোগলাডাংগা বাজারে...

ভারতীয় জলসীমায় অনু প্রবেশের দায়ে গ্রে”প্তার ৭৯ জন বাংলাদেশি ধীবর

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল রাতে ভারতের বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় হলদিয়া কাছে বেআইনি ভাবে ভারতীয় জলসীমায় মাছ...