Tuesday, November 4, 2025

ভুমি সংক্রান্ত বিষয়ে প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

Date:

Share post:

স্টাফ রিপোর্টারঃ

খুলনা জেলার রূপসা থানার শ্রীফলতলা গ্রামের মৃত আকবর শেখের ছেলে মোঃ লিয়াকত শেখ,রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন,তিনি বলেন খুলনা জেলার রূপসা থানার মৈশাঘুনী গ্রামের মৃত বুজেনেদু মৈশাঘূনীর ছেলে বিবাদী অহিদুল শেখ (৪৫), শ্রীফলতলা গ্রামের মৃত হাবিবুর রহমান শেখের ছেলে হাসান শেখ (৩৫), মৃত মুজিবর রহমান শেখের ছেলে জামাল শেখ (৩৭), মৃত মান্দার শেখের ছেলে আজিবুর রহমান শেখ (৪০), সহ অজ্ঞাত আরও ৫-৬ জন লোক বেআইনি ভাবে জোর পূর্বক আমার জায়গা ও রাস্তা দখল করার চেষ্টা চালাচ্ছে।আমি বাধা দিতে গেলে তারা আমকে মারধর সহ অকথ্য ভাষায় গালি গালাজ করিতে থাকে। আমি গরীব অসহায় দেখে উক্ত বিবাদীগন অবৈধ জোর পূর্বক আমার জমি দখল করার চেষ্টা চালাচ্ছে। উক্ত জমির তহশিল সম্পত, ১৮নং শ্রীফলতলা,মৌজায়,সি,এস,এ-৪৮৭/৪৬০, এর স্থলে আর এস, ২৯ নং খতিয়ানে,আমার পিতা ক্রয় সূত্রে মালিক যাহার কোবলা দলিল নং- ৮৩২০,সাল- ১৯৫৬,
২য় কোবলা নং-১০১৬৩ সাল- ১৯৭৯। ৩য় কোবলা নং-৫৬০ সাল-১৯৮৮,জমির পরিমান ০.৮০৭৫ একর। গত ৭মে রবিবার আনুমানিক রাত ১০ টার সময় বিবাদী অহিদ শেখ অবৈধ ভাবে জমি দখলের চেষ্টায় ঘেরা বেড়া ও বাথরুম ভেঙ্গে আমাকে প্রাণ নাশের হুমকী প্রদান করে। বিবাদী হাসান শেখ, রাতেরবেলা আমার বাড়ির উপর দিয়ে অবৈধ চলাচল সহ আমার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাসের হুমকী প্রদান করেন। বিবাদী জামাল শেখ,দেশীয় অস্ত্র রামদা দিয়ে আমাকে কোপাতে আসলে পার্শ্ববর্তী লোকজন এসে বাধা দিলে জীবনে রক্ষা পায়। বিবাদী আজিবুর রহমান শেখ তার পিতার প্রাপ্য অংশ ৩১৩৮ নং দলিলে ২০১৩ সালে ০.৫৪৮ জমি বিক্রি করিয়া দিয়াছেন। তার পরেও আমার পিতার জমি অজ্ঞাত কিছু লোকজন নিয়ে জোর পূর্বক অবৈধ দখল করার পায়তারা করে আসছে সেই সাথে আমাকে জানে মেরে ফেলার হুমকী প্রদান করছে । এই মুহুর্তে আমি ও আমার পরিবারের জীবনের নিরাপত্তার ভুগতেছি বিধায় আর কোন উপায় না পেয়ে,আইন শ্রীংক্ষলা বাহিনীর স্বরনাপন্ন হয়েছি। এ বিষয়ে সরেজমিনে গিয়ে বিবাদীদের সাথে যোগাযোগ করলে তাঁরা বলেন আমাদের শরিকের সম্পত্তি তিনি আমার চাচাত ভাই আমাদের সম্পত্তি এওয়াজ বদলে শরিক শর্তে ভোগদখলে খাই,তবে তিনি আমাদের বিরুদ্ধে যে ভাবে অভিযোগ দায়ের করেছেন তা সঠিক না। এবিষয়ে ঘটনাস্থলে তদন্তকারী অফিসার এস আই নিরস্ত্র: মোঃ রাজু আহমেদ এর কাছে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি ওখানে গিয়েছিলা আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে,পরিস্থিতি যাতে খারাপ না হয়, সে জন্য ওখানে কাজ বন্ধ করে দিয়ে উভয় পক্ষকে বৈঠকের মাধ্যমে বিষয়টি নিস্পত্তির করে সান্তীপূর্ন ভাবে বসবাস করার পরামর্শ প্রদান করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের সম্মিলনী বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মাগুরা জেলা প্রশাসকের সচেতন মূলক আলোচনা 

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে-মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের...

যশোরের অভি”যানে বিপুল পরিমাণ ইয়া’বা ট্যাবলেটসহ মা”দক ব্যবসায়ী গ্রেফ”তার

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে জেলা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের ২নং বাউলিয়া চাদপাড়া ওয়ার্ডের জয় স্টোরের সামনে...

বগুড়া শহর বিএনপির ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

রিপন বগুড়া জেলা প্রতিনিধি: সোমবার বিকেলে কালিবালা গ্রামে খানকা শরীফ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে বিশাল...

অবশেষে শার্শার-১ আসনে বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার: ৮৫ যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও...