Wednesday, October 22, 2025

যশোরে তিন ইরানীসহ প্রতারক চক্রের পাঁচ সদস্য আটক

Date:

Share post:

ইমরান হোসেন, বাগাআঁচড়া প্রতিনিধিঃ

যশোরে ডেভিলস ব্রেথ বা শয়তানের নিশ্বাস দিয়ে প্রতারণার চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন তিন ইরানী নাগরিক। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশি বিপুল পরিমান টাকা, অজ্ঞান করার সরজ্ঞাম, প্রতারণায় ব্যবহৃত প্রাইভেটকার, পাসপোর্ট ও মোবাইল ফোন।

আটক হওয়া ব্যক্তিরা, এ চক্রের প্রধান হোতা ইরানের তেহরানের লতিফ মাসুফিরের ছেলে ফারিবোরয মাসুফি, খরাজ গহরদস্তের খালেদ মাহবুবী, তার ছেলে সালার মাহাবুবী, গোপালগঞ্জ জেলার ঘ্যানাসুর গ্রামরে সরোয়ার শেখের ছেলে খোরশেদ আলম ও বরিশাল জেলার গৌরনদী উপজেলার মৃত আব্দুল মান্নানের ছেলে সাইদুল ইসলাম বাবু। সোমবার দুপুর সাড়ে তিনটায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।

তিনি জানান, ৮ এপ্রিল অভয়নগর উপজেলার বর্ণী হরিশপুর বাজারে জালাল মোল্লার মার্কেটের শরিফুল ইসলামের মরিয়ম স্টোরের সামনে প্রাইভেটকার থামিয়ে অজ্ঞাত ৩/৪ জন লোক নামে। তাদের দু’জন দোকানে প্রবেশ করে। তাদের একজনের মাথায় টুপি, মুখে মাক্স, প্যান্ট, শার্ট পরিহিত ছিল। তারা আরবি ভাষায় কথা বলে নারিকেল তেল চান।

এসময় তারা শরিফুলের বাবার সাথে হ্যান্ড-শেক করেন এবং মানিব্যাগ থেকে টাকা বের করে বাদীর বাবার মুখের কাছে নেয়। এ সময় শরিফুলের বাবা ঘোরের মধ্যে চলে যান। তিনি বিদেশি ওই ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যান। বিদেশিরা তাকে যা বলেন, তাই শুনতে থাকেন শরিফুলের বাবা। এক পর্যায় দোকানে থাকা মোবাইল ব্যাংকিং এর নগদ প্রায় ছয় লাখ টাকা নিয়ে চম্পট দেয় প্রতারক চক্রেরা সদস্যরা। এ ঘটনায় অভয়নগর থানার মামলা করেন শরিফুল।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ডিবির এলআইসি টিমের উপর তদন্তের দায়িত্ব দেন। প্রথমেই পুলিশ দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। এরপর প্রাইভেটকারের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে পুলিশ অনুসন্ধান শুরু করে। ডিবির এলআইসি টিমের কনস্টেবল আব্দুল বাতেনের দুরদর্শিতায় প্রতারক চক্রের দুই সদস্যের অবস্থান সনাক্ত করে পুলিশ।

তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৭ মে সন্ধ্যায় ডিবির এস আই নূর ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার এস আই বিমান তরফদারের নেতৃত্বে একটি টিম ঢাকার ভাটারা থানা এলাকা থেকে খোরশেদ আলম ও সাইদুল ইসলাম বাবুকে আটক করে। তাদের দেয়া তথ্যে যশোরের সিটি প্লাজা আবাসিক হোটেল থেকে পুলিশ রাত ১০টা ২০ মিনিটে ওই তিন ইরানী নাগরিককে আটক করে।

এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৩শ’ ৫৯ মার্কিন ডলার, ৩শ’২৫ ইন্ডিয়ান রুপি, ১৮ লাখ ৮০ হাজার ইরানী রিয়েল, ১শ’৮৫ নেপালী রুপি, এক হাজার ভিয়েতনামের কারেন্সি, বাংলাদেশি ৫৪ হাজার ৭শ’ টাকা, প্রতারণার কাজে ব্যবহৃত প্রাইভেটকার, অজ্ঞান করার দুটি পারফিউম, তিনটি পাসপোর্ট, সাতটি মোবাইল ফোন, দুটি আইডি কার্ড উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন আরও জানান, টাকার মধ্যে গন্ধযুক্ত কথিত ডেভিল ব্রেথ বা শয়তানের নিশ্বাস বলে এ চক্রের সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশে প্রতারণা চালিয়ে যাচ্ছে। যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রাজিবপুরে নৌকার আংগুর এখন বিএনপি সাংগঠনিক সম্পাদক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে সংঘটিত ভোট জালিয়াতির ঘটনায় অভিযুক্ত কয়েকজন আওয়ামী লীগ কর্মী এখন বিএনপি'র...

খাগড়াছড়িতে খুচড়া সার বিক্রেতাদের মানব”বন্ধন ও স্মারকলিপি প্রদান

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের রাখা ট্রেড অর্গানাইজেশন লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত...

বগুড়া সদরের  ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্র কমিটি গঠন ও আলোচনা সভা

মোঃ রিপন ইসলাম বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার ৪নং এরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের ভোটার...

কুয়াদায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে গবাদি পশুর ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এম ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের কুয়াদায় জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় গবাদি পশুর ভ্যাকসিন ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার...