Wednesday, July 2, 2025

তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড যশোর বাঁচতে শেখা অডিটর হল রুমে মহান নেতা হতে দক্ষতা উন্নয়নের বিশেষ  কর্মশালা অনুষ্ঠিত 

Date:

Share post:

তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড যশোর বাঁচতে শেখা অডিটর হল রুমে মহান নেতা হতে দক্ষতা উন্নয়নের বিশেষ  কর্মশালা অনুষ্ঠিত 
মোঃ ওয়াজেদ আলি স্টাফ রিপোর্টারঃ
প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম! এই স্লোগানকে সামনে রেখে  যশোরে তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড উদ্যোগ  যশোর বাঁচতে শেখা অডিটর হল রুমে মহান নেতা হতে দক্ষতা উন্নয়নে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তিন দিন ব্যাপি শুক্রবার  ৫ মে ০৫/০৫/২০২৩ ইং তারিখে দিনব্যাপী যশোরে বাঁচতে শেখা অডিটর হলরুমে তিয়ানশীর মহান নেতা হতে দক্ষতা উন্নয়নের  এই  বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। তিয়ানশীর (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড এর ব্রোঞ্জ লায়ন মোঃ আব্দুর রহিম স্যারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুদূর চায়না থেকে আগত তিয়ানশি কোম্পানি লিমিটেড এর কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর  মিস্টার এন ডি ওয়াং। তিয়ানশির  মহান নেতা হতে দক্ষতার উন্নয়নের বিশেষ কর্মশালায় উপস্থিত ছিলেন, তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেডের স্টার ডাইরেক্টর মোঃ মাহাবুর  রহমান, স্টার মোঃ কামরুজ্জামান, স্টার গোল্ডেন লাইন মোঃ নিয়ামুল কবির পিপলু, গোল্ড লায়ন মোঃ মফিজুল ইসলাম, সিলভার লায়ন মোঃ জাহাঙ্গীর আলম,  ব্রোঞ্জ লায়ন মোঃ আব্দুল্লাহ, ব্রোঞ্চ লায়ন শাহিনুর রহমান।
অনুষ্ঠানে এই কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, ৮ স্টার ডিস্ট্রিবিউটর প্রভাষক আবু মুসা,মোঃ আব্দুল গফুর,  তুহিনুর জামান, শফিকুল ইসলাম, হাফেজ খাইরুল বাশার, হোসনে আরা বেগম, গোলাম ফারুক, রুহুল আমিন, আব্দুর রহমান  ৭ স্টার পলাশ কুমার দাস, ৭স্টার আবুবক্কার, ৭স্টার ফারুক হোসেন, ৭স্টার জামাল হোসেন, ৭ স্টার আবু সাঈদ, ৬ স্টার মোহাম্মদ রাজু হোসেন,  ৫ স্টার চন্দ্রা সাহাসহ অনুষ্ঠান আর উপস্থিত ছিলেন তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেডের ডিস্ট্রিবিউটারা। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য বলেন, তিয়ানশি চায়না কোম্পানি লিমিটেড দীর্ঘ ১৮ বছর   ধরে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছেন। তিয়ানশি চায়না কোম্পানি লিমিটেড বাংলাদেশ সরকারে সর্বোচ্চ ভ্যাট দাতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তারই ধারাবাহিকতা মধ্যে দিয়ে আমরা বাংলাদেশে তিয়ানশি চায়না কোম্পানি প্রোডাক্ট গুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় পণ্য গুলো সরবরাহ করতে পারছি। তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড ১।চট্টগ্রাম ২। ঢাকা বাংলাদেশের দুটি কোম্পানির অবস্থিত। তবে অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, তিয়ানশি পণ্য সরাসরি চীন থেকে পরিচালিত তিয়ানশি  কোম্পানি পণ্যগুলো কোন ওষুধ নয়। এগুলো মূলত  বিশ্বমানের প্রাকৃতিক ফাংশনাল ফুড। প্রচলিত চিকিৎসার পাশাপাশি পথ্য হিসেবে এগুলো খাওয়া ও ব্যবহার করা যায়। তবে তিয়ানশির পণ্যসমুহ স্বাস্থ্য খাদ্য পণ্য যা কোন ঔষধ বা মেডিকেল সামগ্রী নয়। রোগী বা অসুস্থ ব্যাক্তিরা চাইলে প্রচলিত চিকিৎসার পাশাপাশি পথ্য হিসেবে তিয়ানশি প্রাকৃতিক সাস্থ্য সম্পুরক খাদ্য পণ্য গ্রহন করার মাধ্যমে সুস্থতা লাভ করতে পারেন বলে জানাযায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা স্কুল অ্যান্ড কলেজে গভীর রাতে ভা’ঙচুর ও তছ’নছ

বিএনপি নেতৃবৃন্দ ও থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদা স্কুল অ্যান্ড কলেজে গভীর...

রাঙ্গামাটির দীঘলছড়িতে আলো ছড়াচ্ছে রাইংখ্য রাজ গুরু অংগ্ৰবংশ উচ্চ বিদ্যালয়

নিজস্ব অর্থায়নে গড়ে উঠেছে শিক্ষার আলোঘর খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলার দীঘলছড়ি বিলাছড়ি এলাকায় ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছে রাইংখ্য রাজ...

ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে পথ নি’রাপত্তা সপ্তাহ

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু...

নড়াইলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবসসমূহ পালনে সভা হয়েছে। ১ জুলাই (মঙ্গলবার)...