Monday, October 27, 2025

শার্শায় মাইক্রোকার চাপায় প্রাণ গেলো শিশুর

Date:

Share post:

শার্শায় মাইক্রোকার চাপায় প্রাণ গেলো শিশুর

সোহেল রানা শার্শা স্টাফ রিপোর্টারঃ

যশোরের শার্শায় মাইক্রোকারের চাপায় মেহেদী হাসান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার বিকালে উপজেলার শার্শা-কাশিপুর সড়কের ডিহি ইউনিয়নের বাউন্ডারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান ডিহি ইউনিয়নের গোপিনাথপুর বটতলা গ্রামের মিলন হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে মেহেদী হাসান নিজবাড়ি থেকে বাই সাইকেল যোগে পাকশিয়া বাজারের আব্দুল কাদেরের হোটেলে আসছিল। এ সময় পেছন দিক থেকে থেকে একটি মাইক্রোকার (ঢাকা মেট্রো চ-৫১৮৬৩৪) ধাক্কা দিলে বাইসাইকেল সহ শিশুটি কারের নিচে চাপা পড়ে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে পাকশিয়া বাজারের একটি গ্রাম্য চিকিৎসকের নিকট নেন। পরে অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৬ টার দিকে তার মৃত্যু হয়। শিশুটির মা আগেই মারা গেছেন আর তার বাবা দীর্ঘদিন অসুস্থ হয়ে নিজ বাড়িতে শয্যাশায়ি রয়েছেন। এ অবস্থায় শিশুটি প্রায় আট মাস যাবত হোটেল বয় হিসেবে পাকশিয়া বাজারের আব্দুল কাদেরের হোটেল কাজ করে কোন রকমে সংসার চালাচ্ছিল।

হোটেল মালিক আব্দুল কাদের জানান,শিশুটির বাবা ফোনে তাকে বলেন যে তাদের বাড়িতে তার ফুফু সহ আত্মীয় এসেছে। দই পানি নিয়ে তাকে বাড়িতে যেতে। দুপুর তিনটার দিকে সে দই পানি নিয়ে বাড়িতে যায়। পরে বিকাল সাড়ে চার টার দিকে সে বাউন্ডারি মোড়ে মাইক্রোকার চাপায় মারা যায়।

এদিকে এমন মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় অকালে শিশুটি নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আত্মচিৎকার এবং আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে।

সন্ধা সাত টার দিকে শিশুটির মামা জব্বার হোসেন হাসপাতাল থেকে সাংবাদিকদের ফোনে জানান যে শিশুটির পোস্ট মর্টেমের কার্যক্রম শেষে লাশ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে শার্শা থানা ওসি তদন্ত শাহাদত হোসেন বলেন ডিহিতে সড়ক দূর্ঘটনায় শিশু মৃত্যর বিষয়ে আমার কিছু জানা নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রাষ্ট্র কাঠামো লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে শার্শার গোগায় উঠান বৈঠকে: তৃপ্তি

মোঃ শাহারুল ইসলাম রাজ,  শার্শা যশোর: দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা...

৬৮/১ পাবনা-১ আসনে মোঃ শের আলী খান স্বপনকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় নেতা-কর্মীরা

নুর বিন রাহাত: কুয়েতে অবস্থানরত বিশিষ্ট প্রবাসী রাজনীতিক মোঃ শের আলী খান স্বপন, আহব্বায়ক—হাওয়াল্লী প্রদেশ বিএনপি, কুয়েত; সহ-সভাপতি—জিয়া সাংস্কৃতিক...

পানছড়ি দুদুকছড়া বৌদ্ধ বিহারে ৫ম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পানছড়ির উপজেলা দুদুকছড়া ,অংজ পাড়া উযেয়া বৌদ্ধ বিহারে ৫ম...

জননেতা অনিন্দ্য ইসলাম অমিত এর পক্ষে কুয়াদায় ধানের শীষের লিফলেট বিতরণ  

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার কুয়াদা  বাজারে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ০৩ আসনের প্রার্থী  জননেতা ...