Thursday, November 27, 2025

শার্শায় মাইক্রোকার চাপায় প্রাণ গেলো শিশুর

Date:

Share post:

শার্শায় মাইক্রোকার চাপায় প্রাণ গেলো শিশুর

সোহেল রানা শার্শা স্টাফ রিপোর্টারঃ

যশোরের শার্শায় মাইক্রোকারের চাপায় মেহেদী হাসান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার বিকালে উপজেলার শার্শা-কাশিপুর সড়কের ডিহি ইউনিয়নের বাউন্ডারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান ডিহি ইউনিয়নের গোপিনাথপুর বটতলা গ্রামের মিলন হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে মেহেদী হাসান নিজবাড়ি থেকে বাই সাইকেল যোগে পাকশিয়া বাজারের আব্দুল কাদেরের হোটেলে আসছিল। এ সময় পেছন দিক থেকে থেকে একটি মাইক্রোকার (ঢাকা মেট্রো চ-৫১৮৬৩৪) ধাক্কা দিলে বাইসাইকেল সহ শিশুটি কারের নিচে চাপা পড়ে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে পাকশিয়া বাজারের একটি গ্রাম্য চিকিৎসকের নিকট নেন। পরে অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৬ টার দিকে তার মৃত্যু হয়। শিশুটির মা আগেই মারা গেছেন আর তার বাবা দীর্ঘদিন অসুস্থ হয়ে নিজ বাড়িতে শয্যাশায়ি রয়েছেন। এ অবস্থায় শিশুটি প্রায় আট মাস যাবত হোটেল বয় হিসেবে পাকশিয়া বাজারের আব্দুল কাদেরের হোটেল কাজ করে কোন রকমে সংসার চালাচ্ছিল।

হোটেল মালিক আব্দুল কাদের জানান,শিশুটির বাবা ফোনে তাকে বলেন যে তাদের বাড়িতে তার ফুফু সহ আত্মীয় এসেছে। দই পানি নিয়ে তাকে বাড়িতে যেতে। দুপুর তিনটার দিকে সে দই পানি নিয়ে বাড়িতে যায়। পরে বিকাল সাড়ে চার টার দিকে সে বাউন্ডারি মোড়ে মাইক্রোকার চাপায় মারা যায়।

এদিকে এমন মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় অকালে শিশুটি নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আত্মচিৎকার এবং আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে।

সন্ধা সাত টার দিকে শিশুটির মামা জব্বার হোসেন হাসপাতাল থেকে সাংবাদিকদের ফোনে জানান যে শিশুটির পোস্ট মর্টেমের কার্যক্রম শেষে লাশ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে শার্শা থানা ওসি তদন্ত শাহাদত হোসেন বলেন ডিহিতে সড়ক দূর্ঘটনায় শিশু মৃত্যর বিষয়ে আমার কিছু জানা নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রামনগরে নারী সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম: জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার সতীঘাটা মাধ্যমিক মাঠে রামনগর ইউনিয়ন মহিলা দলের ৪, ৫ ও ৬নং...

মনিরামপুরে অভি”নব কৌশলে ধারাবাহিক মোবাইল চু”রি কিশোর তন্ময়ের বি”রুদ্ধে এলাকাবাসীর ক্ষো”ভ

এমদাদুল হক ক্রাইম রিপোর্টার মনিরামপুর: যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজারে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় সংঘটিত মোবাইল ফোন চুরির ঘটনার...

ডাকসু এর ভিপি আবু সাদিক কায়েম খাগড়াছড়ি আগমন উপলক্ষে সংবর্ধনা

খাগড়াছড়ি প্রতিনিধি: ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি আবু সাদিক কায়েম খাগড়াছড়িতে শুভাগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া...

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

হুমায়ুন কবির,কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে ২৬ নভেম্বর  বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে...