
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে নাগরিক কমিটি (N C P) এর আয়োজনে ও বর্তমান সরকারের উপদেষ্টা নাহিদের গর্ভিত পিতার উপস্থিতিতে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি ও নিবন্ধন বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল (শনিবার) বিকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির হল রুমে আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল টি শহরের প্রধান সড়ক ঘুরে চৌরাস্তায় এসে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা বাংলাদেশ আওয়ামীলীগের নিবন্ধন ও রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
এ-সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহমান মেহেদী, সদস্য সচিব শাফায়াত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম রানা, সদর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল, সংগঠনটির নেতা তুহিন মোল্যা, নওয়াব, শাহারুল, নলদী ইউনিয়নের চেয়ারম্যান পাখি মোল্লা, পাঁচ গ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানসহ আরও অনেকে।#
নড়াইল প্রতিনিধি,
২৬-০৪-২০২৫ শনিবার
০১৭১৬২২৫৫১১