Sunday, July 27, 2025

মায়ের গলাচেপে শ্বাসরোধের চেষ্টা, ছেলে গ্রেপ্তার

Date:

Share post:

নিউজ বিডি জার্না:, ফরিদপুরঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় বৃদ্ধা মাকে মারধরের অভিযোগে ছেলে আরিফুজ্জামানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মায়ের লিখিত অভিযোগের পর বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে ছেলেকে গ্রেপ্তার করে আলফাডাঙ্গা থানা পুলিশ।

শুক্রবার (১৪ এপ্রিল) আরিফুজ্জামানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। আলফাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

ছেলের মারে আহত ওই মা মৌলুদা মোবারক (৬৮) বর্তমানে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার বুড়াইচ ইউনিয়নের বিলমান্দলা এলাকার মৃত মোবারক হোসেন মাস্টারের স্ত্রী। ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দেন মৌলুদা।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বৃদ্ধা মৌলুদা মোবারকের স্বামী মারা যাওয়ার পর তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তির তাদের তিন মেয়ে, চার ছেলেসহ তিনি ওয়ারিশ সূত্রে মালিক হন। কিন্তু তার বড় ছেলে আরিফুজ্জামান তার বাবার রেখে যাওয়া সম্পত্তি অন্য ভাই-বোনকে না দিয়ে নিজের করে নিতে প্রায়ই তাকে অত্যাচার-নির্যাতন করেন। সর্বশেষ বৃহস্পতিবার সকালে আরিফুজ্জামান তাদের জমি চাষ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এতে তার মা আপত্তি জানালে ছেলে মাকে রাস্তার ওপর ফেলে গালমন্দ করে, চড় থাপ্পড় মারে ও এলোপাথাড়ি ঘুষি মেরে গলাচেপে শ্বাসরোধ করার চেষ্টা করে। পরে এলাকাবাসী ওই বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা মা মৌলুদা মোবারক জানান, তার বড় ছেলে আরিফুজ্জামান অতীতেও জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কয়েকবার তাকে ও তার অন্য ছেলেকে মারধর করেছে। সে কারণে-অকারণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই তাদের ওপর অত্যাচার চালায়।

বুড়াইচ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, ওই ছেলের বিরুদ্ধে মাকে পেটানোর ঘটনা আমিও শুনেছি।

ওসি আবু তাহের বলেন, নির্যাতিত ওই বৃদ্ধা মায়ের অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতেই আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. ফরহাদ আরিফুজ্জামানকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার আসামিকে ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় (প্রতিরোধমূলক) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত 

মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । শনিবার শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজে অনুষ্ঠিত-সকাল দশটা...

নড়াইলে এক সহানুভূতির হাত বদলে দিচ্ছে শত তরুণের ভবিষ্যৎ

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ জীবনের সংগ্রাম ও হতাশার অভিজ্ঞতা থেকেই সৌরভ বিশ্বাস উপলব্ধি করেছেন, মানুষের জীবনে সময়মতো একটি সহানুভূতির হাত...

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা মোস্তফা জামাল

অনলাইন ডেস্কঃ চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে...

ভোজগাতিতে একই পরিবারের তিনজন গু’রুতর আ”হত নারীকে শ্লী’লতাহা’নির অ’ভিযোগ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতি গ্রামে সন্ত্রাসী হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের...