
হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে ৯ টি ওয়ার্ডে ২০০ টি শীতবস্ত্র তথা কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা কামরুল মুন্সী, ইঞ্জিনিয়ার তৈহিদুর রহমান,মিজানুর রহমান,উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবিসহ উপজেলা এবং পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, বিএনপি জনগণের দল।
জনগণের সুখে দুখে সব সময় পাশে থাকবে বিএনপি। তীব্র শীতে সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে ধারাবাহিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ আমারা পৌর এলাকার কিছু মানুষকে কম্বল দিতে পেরে আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি। আমাদের এ কর্মসূচি সাধারণ মানুষের জন্য অব্যাহত থাকবে।