Monday, July 28, 2025

কঠোর নিরাপত্তা বলয় ও কড়া নজরদারি মধ্যে দিয়ে শুরু হতে চলেছে গঙ্গা সাগর মেলা 

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ 

আর বেশি বাকি নেই পৃথিবীর বৃহত্তম সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূর্ন স্হান ও পবিত্র গঙ্গা সাগর মেলা। এই পবিত্র মেলা ও মকর কান্তি উপলক্ষে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু মানুষ গঙ্গা সাগরে র মকর কান্তিতে পূর্ন স্হান করতে আসে।তার আগে ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে গিয়ে মহাস্থান করে আসে। এই গঙ্গা সাগর মেলা বহু প্রাচীন কাল থেকেই চলে আসছে। কথিত আছে যে ভগবান শিবের ইচ্ছায় মাতা গঙ্গা কে গঙ্গাত্রী হিমাবাহু থেকে ধাবিত করে ভারতের বিভিন্ন রাজ্যে র মধ্যে প্রবাহিত করে গঙ্গা সাগরে সাগর রাজার ৭০ হাজার ছেলে কে জীবিত করেন ও পবিত্র করেন।

সেই সময় থেকেই প্রতি বছর গঙ্গা সাগরে কপিল মনির আশ্রমে সামনে পূজা উদযাপন হয় এবং পূর্ন স্হান উপলক্ষে আয়োজিত লাখ লাখ মানুষের সমাগম ঘটে। এই বছরও এই গঙ্গা সাগর মেলা উপলক্ষে আয়োজিত মহাসমারোহে লাখ লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সেই সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আকাশ পথে এবং নদী পথে হেলিকপ্টার ও কোস্ট গার্ড তৈরি থাকতে বলা হয়েছে। ইতিমধ্যেই বহু যায়গায় থেকে পূর্নারথী ও ভক্তদের দল রওনা দিয়েছে গঙ্গা সাগরে।

গঙ্গা সাগর সাধু ও মানুষের জন্য কলকাতার বাবুঘাট এলাকায় ক্যাম্প তৈরি করা হয়েছে পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে। এখানে দায়িত্ব পালন করছেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরাদ ববি হাকিম ও দেবাশীষ কুমার দেবা এবং গঙ্গা সাগর পর্যন্ত দায়িত্ব পালন করবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দায়িত্ব শীল বিধায়ক ও মন্ত্রীরা।

এদের মধ্যে শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও মন্টু রাম পাখিরা ও জয়দেব হালদার এবং যগোরন্জন হালদার এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ও নমিতা সাহা ও পান্নালাল হালদার এবং এম পি মথুরাপুর লোকসভা বাপি হালদার এবং জয়নগর এর এম পি প্রতিমা মন্ডল ও জেলা পরিষদের স্পিকার মুজিবুর রহমান মোল্লা সহ জেলা পরিষদ এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য জেলা পরিষদের সদস্যরা।

এই গঙ্গা সাগর মেলা উপলক্ষে আয়োজিত আগত অতিথিদের জন্য খিচুড়ি রান্না করে খাওয়াবেন পশ্চিম বাংলার তৃনমূল দলের ওবেসি এস টি সেলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সেখ ওরফে মন্টু। গঙ্গা সাগর মেলা উপলক্ষে বিভিন্ন যায়গায় সরাসরি নজরদারিতে শতাধিক যায়গায় সি সি টি ভি ক্যামেরা লাগানো হয়েছে। এবং সাদা পোশাকে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

সেই সঙ্গে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস ও সুন্দর বন জেলা পুলিশ সুপার শ্রী কোটেশ্ব রাও আই পি এস ও বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী আই পি এস সহ ডায়মন্ড হারবার জেলা পুলিশ এর জোনাল সাহেব মিতুন কুমার দে এবং এস ডি পি ও ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ এবং মন্দির বাজার মহাকুমা পুলিশ আধিকারিক সুবির বাগ সহ অন্যান্য পুলিশ সুপার রা উপস্তিত থাকবেন।

গঙ্গা সাগর মেলা উপলক্ষে আয়োজিত মহাসমারোহে লাখ লাখ মানুষের সমাগম যাতে সম্পূর্ণ ভাবে সাহায্য করতে এগিয়ে এসেছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার ওসি আব্দুল মানজ্জান সাহেব তিনি গঙ্গা সাগর মেলা উপলক্ষে বিভিন্ন যায়গায় থেকে আগত অতিথিদের জন্য নিরাপদ স্থানে পৌঁছে দিতে কলকাতা থেকে আগত গাড়ি মাদ্রাসার টেস এবং রাজারহাট হয়ে উস্তি থানা উপর দিয়ে হটুগন্জ্ঞ পর্যন্ত সব যায়গায় পুলিশ ও সিভিক পুলিশ দিয়ে সাহায্য করতে এগিয়ে এসেছেন।

এছাড়াও মগরাহাট থানা ও ডায়মন্ড হারবার থানা বারুইপুর থানার আই সি সৌম্যজোতি রায় সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তিনটি জেলা পুলিশের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করছেন। গঙ্গা সাগর মেলা উপলক্ষে বহু ভি আই পি ও মন্ত্রী দের থাকার যায়গা করা হয়েছে। ছাউনী দিয়ে ঘেরা হয়েছে ঠান্ডা র হাত থেকে রক্ষা করতে। নদী পথে চলেছে টহলদারি। রাস্তায় রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়েছে নিরাপত্তার জন্য।

গঙ্গা সাগর মেলা উপলক্ষে সকল মানুষের জন্যে শান্তি কামনা করে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জুই এর আমন্ত্রণে, সেদেশের মাটিতে...

ভোলায় সেনাসদস্য আনোয়ারের বিরুদ্ধে কোর্ট মার্শালের আদেশ

আরিফা হক,গাজীপুর প্রতিনিধি : হত্যা চেষ্টা ও ছিনতাই মামলার প্রধান আসামি সেনাবাহিনীর সদস্য আনোয়ার হোসেন (সৈনিক নং ১২৩৮৩৬৭) এর...

শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত 

মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । শনিবার শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজে অনুষ্ঠিত-সকাল দশটা...

নড়াইলে এক সহানুভূতির হাত বদলে দিচ্ছে শত তরুণের ভবিষ্যৎ

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ জীবনের সংগ্রাম ও হতাশার অভিজ্ঞতা থেকেই সৌরভ বিশ্বাস উপলব্ধি করেছেন, মানুষের জীবনে সময়মতো একটি সহানুভূতির হাত...