প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৩:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৪, ৫:২৯ পি.এম
কালীগঞ্জে তাফসীরুল কুরআন মাহফিলে হাফেজদের পাগড়ী ও সম্মাননা প্রদান

কালীগঞ্জ,ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে মাওলানা ইউনুস আলী (রহি:) প্রতিষ্ঠিত আড়পাড়া আলহাজ্ব আমজাদ আলী দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে ১৮ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে চারজন কুরআনের হাফেজকে মাথার পাগড়ী পরানোসহ।
সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২৮ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন ও ইছালে সওয়াব মাহফিলের প্রধান বক্তা অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালী হাফেজদের মাথায় পাগড়ী পরিয়ে দেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
কালীগঞ্জ নতুন বাজারে অবস্থিত উম্মুল কুরা মাদ্রাসার এই চার জন শিক্ষার্থী হলেন, হাফেজ মোহাম্মদ জুনায়েদ হাসান, হাফেজ মোহাম্মদ আব্দুল গনি, হাফেজ মোহাম্মদ আল-আমিন এবং হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক ফয়েজী, হাফেজ ইকরামুল ইসলাম, মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান ও হাফেজ মোহাম্মদ হেদায়েত উল্ল্যাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।