Friday, August 15, 2025

দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে ওলী আউলিয়াদের আত্মত্যাগ বড় ভূমিকা পালন করছে পীর গোলাম ইস্তারশিদ কাদরী 

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ 

আজ সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব এর নবগ্রাম অঞ্চল এর হিমচি গ্রামে মাদ্রাসা জামিয়া মুর্শিদিয়া আক্তারিয়া ফায়জানে আহলে বাইত এর একটি জলসায় বক্তব্য রাখতে গিয়ে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ওলীদের আত্মত্যাগ কথা তুলে ধরেন কলকাতা খিদিরপুর খানকা শরীফের পীর সাহেব হজরত মাওলানা সৈয়দ শাহ গোলাম ইস্তারশিদ আল কাদেরী।

তিনি বলেন বর্তমান যুগে যে ইসলাম নিয়ে নানা মনির নানা তথ্য ও নানা পথ অবলম্বন করছে তা ঠিক নয়। প্রকৃতপক্ষেই দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে বড় ভূমিকা পালন করছে ওলী আউলিয়াদের আত্মত্যাগ।

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পর খলিফা রাশি দ্বীন ইসলামের দাওয়াত দিতে গিয়ে বড় বড় বাঁধা মুখে পড়তে হয়। তাতে বহু ইসলামী জেহাদী,র মৃত্যু হয়েছে। সেই দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে হজরত ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহা মত ইসলাম প্রতিষ্ঠা কার্যকারিদের শাহাদাত বরণ করতে হয়েছে। তার পর থেকে সাহাবায়ে কেরামের দ্বীন ও ওলী আউলিয়ারা দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে এগিয়ে আসে।

তাদের মধ্যে হজরত বড়পীর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম এবং হিন্দের ওলী খাজা গরীব নাওয়াজ থেকে শুরু করে আমার পরদাদা হুজুর থেকে শুরু আমার দাদা হুজুর পাক পর্যন্ত অফলন্ত বাংলায় দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে বহু আত্মত্যাগ করতে হয়েছে এবং আমার আব্বা হুজুর পাক হজরত মাওলানা সৈয়দ শাহ সুফি আল্লামা কুতুবুদ্দিন আক্তার আলী শাহ আল কাদেরী র প্রচেষ্টায় গ্রাম বাংলায় দ্বীনের আলো ফোঁটাতে বড় ভূমিকা পালন করছে।

এই পথ অনুসরণ করে আমরা আজ দ্বীনের দাওয়াত ও খেদমতে হাজির হয়ছি। আপনাদের প্রচেষ্টায় তৈরি হয়েছে বারুইপুর পূর্ব এর নবগ্রাম অঞ্চল এর হিমচি মাদ্রাসা জামিয়া মুর্শিদিয়া আক্তারিয়া ফায়জানে আহলে বাইত।

এর থেকে বহু ছাত্র আজ দ্বীনের শিক্ষা লাভ করছে। সেই সঙ্গে চলতি বছরে ভারতের কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ সম্পত্তি বিল ও কালা আইন চালু করতে যাচ্ছে তার বিরুদ্ধে সকল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ কে একত্রিত হয়ে লড়াই করার ডাক দেয় খিদিরপুর খানকা শরীফের পীর সাহেব হজরত মাওলানা সৈয়দ শাহ গোলাম মোস্তারশিদ আল কাদেরী।

এছাড়া অন্যান্য মুফতি সাহেব এবং আলেম ওলামা বক্তব্য রাখেন। এই জলসায় বক্তব্য রাখেন হিমচি গ্রাম জামা মসজিদে র পেশ ইমাম সাহেব। এই পবিত্র আস্তানা পাকের উরুস মোবারক টি করতে সাহায্য করেন হিমচি গ্রাম বাসী এবং হিমচি মাদ্রাসা জামিয়া মুর্শিদিয়া আক্তারিয়া ফায়জানে আহলে বাইত এর কর্মকর্তারা এবং তাদেরকে সাহায্য করছেন বারুইপুর পূর্ব এর মানবাধিকার সংগঠন এর বলিষ্ঠ কর্মকর্তা ও সমাজসেবক ও হিমচি গ্রাম মন্ডল পাড়া জামে মসজিদের মাতোয়ালী জনাব মোসারফ মন্ডল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

নতুন ও উন্নত ভারত গড়ার ডাক প্রধানমন্ত্রীর

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ ভারতের জাতীয় ঊন্নআশি তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী...

মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা

মণিরামপুর প্রতিনিধিঃ বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী  উপলক্ষে আয়োজিত আগামীকাল(১৫ আগষ্ঠ) মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপি'র...

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অ/ভিযা/নে ৩২৮ গ্রাম হে/রো/ইন/সহ নারী মা/দক ব্য’বসা’য়ী গ্রে/ফ/তা/র

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ, ১৪ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার) — র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক...

শার্শার বাগআঁচড়া সোনালী ব্যাংক শাখার উদ্যোগে বৃক্ষরোপণ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার: গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শার বাগআঁচড়া সোনালী ব্যাংক...