Monday, September 1, 2025

পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আসামী গ্রেফতার

Date:

Share post:

ডেস্ক রিপোর্টঃ

যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল, যশোর মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় অভয়নগর থানার অফিসার ইনচার্জ,  এ কে এম শামীম হাসান সাহেবের নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ গোলাম হোসেন, এএসআই(নিঃ) মোঃ সিলন আলী, কনস্টেবল/১৭২৩ মোঃ মহিউদ্দিন আলমগীর, অভয়নগর থানা এবং এসআই(নিঃ) মোঃ আনিছুর রহমান, এএসআই(নিঃ) মোঃ মিরাজুল ইসলাম, কনস্টেবল/১০৪৪ মোঃ মুজিবর রহমান, কনস্টেবল/৮৯৭ আনোয়ার হোসেন, কনস্টেবল/১৭৯০ আল মামুন, গাজীপুর পুলিশ ক্যাম্প, অভয়নগর থানা, যশোরসহ যৌথ অভিযান পরিচালনা করিয়া অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভার বুইকারা হিজবুল্লাহ আলিয়া দাখিল মাদ্রাসার পাশে গেটে সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী ০১। মোঃ তাজু মোল্যা (২৪) পিতা- মৃত আব্দুর রশিদ মোল্যা, সাং- নওয়াপাড়া (তরফদার পাড়া) থানা- অভয়নগর, জেলা- যশোর এবং অভয়নগর থানাধীন সাভারপাড়া গ্রামস্থ ধৃত মোঃ ইমান হোসেন (২৫), পিতা- মোঃ নুরু আকন, সাং- সাভারপাড়া, থানা- অভয়নগর, জেলা- যশোর এর বসত বাড়ীর উঠান হইতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী ০২। মোঃ ইমাম হোসেন (২৫), পিতা-মোঃ নুরু আকন , গ্রাম- সাভার পাড়া, ০৩। মোঃ হাসান শেখ(২৪), পিতা-মজিবর শেখ @ আজিবর শেখ গ্রাম- রাজঘাট (মোয়াল্লেম তলা) উভয় থানা- অভয়নগর, জেলা -যশোরদ্বয়কে গ্রেফতার করেন ।এসআই (নিঃ) মোঃ রিয়াজ হোসেন সংগীয় ফোর্স সহ অভয়নগর থানাধীন সুন্দলী বাজার হইতে চোরাই ০১টি ছাগল সহ আসামী ০৪। সুজয় বৈরাগী (১৯), পিতা-রবিন বৈরাগী , ০৫। মহানন্দ রায়(২০), পিতা-জগদীশ রায় ০৬। জয় বিশ্বাস(১৯), পিতা-ভাষান বিশ্বাস ০৭। দ্বীপ রায় (১৮), পিতা-দেবানন্দ রায় ,সর্ব গ্রাম- বারান্দী (রাজবংশীপাড়া) থানা- অভয়নগর, জেলা –যশোর গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক ০২টি ও চুরি সংক্রান্তে ০১টি মামলা রুজু হয়। ০৮। জিআর- ৯১/১৯ মোঃ সজিব মোল্যা, পিতা-বাবু মোল্যা,সাং-বুইকারা, ০৯। জিআর-৩০৫/২১ মোঃ মাসুদ মোল্যা, পিতা- নুর ইসলাম, সাং-বুইকারা, ১০। জিআর-১২৩৩/১৫ মোঃ রবিউল ইসলাম, পিতা- রুহুল আমিন, সাং-বুইকারা, ১১। জিআর-৩২/১৯ মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৭) পিতা- মৃত শাহজাহান, সাং-চলিশিয়া, ১২। জিআর-১০৮/১৭ চন্দ্র শেখর মল্লিক (৩৮) পিতা- মৃত কৃষ্ণপদ মল্লিক, সাং- দত্তগাতি, ১৩। এসসি-৮২৬/১৪ আঃ মালেক বিশ্বাস, পিতা-মৃত ইব্রাহিম বিশ্বাস, সাং-দিঘলীয়া, ১৪।জিআর-৬৬/১২ মোঃ আলমগীর হোসেন, পিতা-মৃত আলী খা, সাং-মহাকাল, ১৫। নাঃ শিঃ জিআর-১৫৬/২০ মোঃ হেকমত শেখ, পিতা-খোকা শেখ, সাং-গোপিনাথপুর, ১৬। নাঃ শিঃ জিআর-১৫২/২২ মোঃ সাইফুল ইসলাম, পিতা-করিম শেখ, সাং-বিভাগদি, ১৭।জিআর-৫৬/১৫ মোঃ নাজিম শেখ, পিতা- মজিদ শেখ,সাং-সিংগাড়ী, সর্ব থানা-অভয়নগর, জেলা-যশোর সর্ব মোট ১৭ জন আসামীদেরকে বিচারের নিমিত্তে ইং- ০৯,০৪২,০২৩ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মনিরামপুরিয়া আওয়ামী লীগ নেতা আশরাফুলকে ছু/রিকা/ঘা/তে হ/ত্যা আ/হ/ত- ১

মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ১১নং চালুয়াহাটী ইউনিয়নের মোবারকপুর ওয়ার্ আওয়ামী লীগের...

লালনের তিরোধান দিবস জাতীয় দিবস ঘোষণায় কেন্দ্রীয় সাধুসংঘের অভিনন্দন

টাঙ্গাইল প্রতিনিধি: গত ২৭ আগষ্ট ২০২৫ তারিখে ফকির লালন শাহের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে ঘোষণার পর...

মণিরামপুরে রাস্তা নির্মাণে ব্যা’পক অ”নিয়’ম

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ রাস্তার বামে ডানে শুধু পানি আর পানি। বড় বড় ঘের,পুকুর ও ছোট ছোট ডোবা (খানা)...

মণিরামপুরে ১৭ টি উ”ন্মুক্ত জলসার ৬শত ২৭ কেজি মাছ অ”বমুক্ত

নিজস্ব প্রতিবেদক : যশোর মনিরামপুরে ৩১ শে আগস্ট ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় মণিরামপুর উপজেলার সতেরো টি উন্মুক্ত ও...