Monday, September 22, 2025

বন্ধন এক্সপ্রেস ট্রেনে টাস্কফোর্সের অভিযান, লক্ষাধিক টাকার পন্যসহ আটক-৫

Date:

Share post:

বন্ধন এক্সপ্রেস ট্রেনে টাস্কফোর্সের অভিযান, লক্ষাধিক টাকার পন্যসহ আটক-৫

সোহেল রানাঃ

বেনাপোল রেল ষ্টেশনে কোলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে টাস্কফোর্সের অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্যসহ ৫ জনকে আটক করেছে।

রবিবার সকালে বেনাপোল রেল ষ্টেশনে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশ ১১ লক্ষ টাকা ও বিজিবি ১০ লক্ষ টাকা এছাড়াও কাস্টমস বিপুল পরিমাণ মদ ও কসমেটিকস আটক করেছে।

বেনাপোল কাস্টমসের পক্ষে অভিযানে উপস্থিত ছিলেন, উপ-কমিশনার তানভীর আহম্মেদ, জেলা ট্যাক্সফোর্সের শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলামের নের্তৃত্বে যশোর-৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া এবং রেল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে ট্যাক্সফোর্স কর্মকর্তারা জানতে পারে ঈদকে সামনে রেখে চোরাকারবারীরা কোলকাতা- খুলনা গামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে চোরাচালানী পণ্য আসছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে রবিবার সকালে বেনাপোল রেল স্টেশনে অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, শাড়ী, থী-পিস, বিপুল পরিমান কাপড় ও কসমেটিকস পণ্য জব্দ করা হয়।

যাত্রীরা জানান, সপ্তাহে রবি ও বৃহস্পতিবার কোলকাতা-খুলনার মধ্যে চলাচলকারী এই ট্রেনটি এখন চোরাচালানীদের দখলে চলে গেছে। এ দু‘দিন ট্রেনের অধিকাংশ যাত্রীই চোরাচালানী পণ্য বহন করে থাকে। বেপোরোয়া হয়ে উঠেছে অবৈধ চোরাচালানীরা। ফলে ব্যহত হচ্ছে আন্তর্জাতিক রেল সেবাতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।

উল্লেখ্য, বিভিন্ন সময় কাস্টমস, বিজিবি, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন সংস্থা অভিযান পরিচালনা করলেও নিয়ন্ত্রণে আসছে না চোরাকারবারিরা। একটি সিন্ডিকেটের সহযোগিতায় তারা এ ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম জানান, রেল যাত্রীসেবা বাড়াতে ও চোরাচালানী প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে । রেলস্টেশনে বহিরাগতদের রুখতে পরবর্তীতে আরো কঠিন পদক্ষেপ গ্রহন করা হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

জ”রুরী স্বাস্থ্য সেবার জন্য পদ্মায় চালু হলো স্পিডবোট সার্ভিস

মোঃ মাসুদ আলম, ব্যরো চীফ রাজশাহী: চর এলাকার মানুষের দ্রুত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল...

রৌমারীতে বাল্যবিবাহ প্র”তিরোধে ও মা”দক নি”র্মূলে মা”নববন্ধন

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ মেনে চলি, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের...

চাঁদপুরে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নুর-বিন আব্দুর রাহাত: চাঁদপুরে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি...

মণিরামপুরে ৯৮টি মণ্ডপে হবে দুর্গাপূজা ব্যা’স্ত সময় পার করছে মৃৎশি’ল্পীরা

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ শরতের কাশফুল জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। প্রতি বছরের ন্যয় আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে...