হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:
কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর থানা মটর শ্রমিকের পক্ষ থেকে সরাসরি যশোর, জীবননগর ও চুয়াডাঙ্গায় বাস চলাচলের সমন্বয়ের দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহের কালীগঞ্জের মোটর শ্রমিকবৃন্দ ।
সোমবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ শহরের মেইনবাস্ট্যান্ডে এ মনববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন থেকে শ্রমিকরা জানান, দীর্ঘদিন হলো যশোর থেকে জীবননগরের হাসাদাহ পর্যন্ত এবং হাসাদাহ থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত তাদের গাড়ি চলে। এতে যাত্রীরাও চরম দূর্ভোগের স্বীকার হয়। একই সড়ক দুইভাগে গাড়ি চালিয়ে ২২ দিন বাস চললে ১৮ দিন বন্ধ থাকে।
এসময় মটর শ্রমিকদের মানবেতর জীবন যাপন করতে হবে।এজন্যই তারা কর্মবিরতি দিয়ে মানববন্ধনে দাঁড়াতে বাধ্য হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাস চালক জানান, কালীগঞ্জ মটর মালিক সমিতিতে সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার ৭ টি বাস অতিরিক্ত বাড়িয়েছিলেন,যশোর মালিক সমিতির কতিপয় নেতারা ৬ টি বাস অতিরিক্ত বাড়িয়েছেন,সুযোগে মহেশপুর মালিক সমিতির ৬ টা বাস থাকলেও আরও ৪ টি বাস বাড়িয়ে মোট ১০ টি বাস অতিরিক্ত নিতে চাই। কালীগঞ্জ ও মহেশপুর যদি এতোগুলা বাস পায় তাহলে সামনের দিনে জীবননগর ও দর্শনা তারাও ট্রীপ এবং বাস দাবি করতে পারে।
এমতাবস্থায় দিনে ট্রিপের তুলনায় বাসগাড়ি বেশি হওয়ার কারনে একটা বাস মাসের ২২ দিন চলবে এবং ১৮ দিন অমিট হিসাবে গন্য হবে। মাসের এই ২২ দিনের আয় দিয়ে একদিকে যেমন বাস মালিকদের মেনটেনেন্স খরচ উঠবে না অন্যদিকে বাসের শ্রমিকের সংসারও চলবে না।
যদি কিনা এই যশোর ও কালীগঞ্জ মটর মালিক সমিতি অতিরিক্ত ১৩ টি বাস বন্ধ রাখে,তাহলে শ্রমিক ও সাধারণ বাস মালিকরা উপকৃত হবেন। মানববন্ধন শেষে শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করে তাদের সমস্যার কথা জানান।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, মটর শ্রমিক ভাইয়েরা এসেছিলেন তাদের সমস্যা শুনেছি। আলাপ-আলোচনার ভিত্তিতে তার সমাধানও করে দিয়েছি। তারা পুনরায় গাড়ি চালানো শুরু করেছেন।