প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১০:২১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ১১:১৩ পি.এম
নড়াইলে বিজয় দিবসের প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে ১০ ডিসেম্বর 'নড়াইল মুক্ত দিবস ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর 'মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে এ প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,নড়াইল জেলা স্থানীয় সরকারের উপপরিচালক জুলিয়া সুকায়না, ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আহসান মাহমুদ রাসেল, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন শরফুজ্জামান অপু, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী এ প্রস্তুতি মুলক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সভায় নড়াইল জেলায় তিনটি ঐতিহাসিক দিবস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে পালনের ক্ষেত্রে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় সম্পর্কে সুচিন্তিত ও গঠনমূলক মতবিনিময় করা হয়।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।