Wednesday, November 5, 2025

ইউএনও সাবরিনা শারমিন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের রোষানলে 

Date:

Share post:

মুন্না ইসলাম আগুন,দুর্গাপুর প্রতিনিধিঃ 

রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাবরিনা শারমিন যোগদানের পর থেকেই নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করে চলেছেন এখন পর্যন্ত।

গত ১৯ আগষ্ট ২৪ যোগদানের প্রথম সপ্তাহে সারা দেশের ন্যায় দুর্গাপুর উপজেলা জুড়ে সরকারি অনেক খাসপুকুর নিয়ে বিরোধ সৃষ্টি হয় ।  তিনি উভয় পক্ষকে ডেকে সমঝোতা করেন।

লীজ  গ্রহীতার আগ্রহ থাকলে তাকে তার মেয়াদ পর্যন্ত  পুকুর দখল নিশ্চিত করে দিয়েছেন।পুকুর  সংক্রান্ত কোনো চাঁদাবাজি অভিযোগ পেলে  দ্রুতই আইনগত ব্যবস্থা  গ্রহণ করে জনসাধারণের আস্থা অর্জন করেছেন। উপজেলা জুড়ে যেকোনো প্রতিষ্ঠান ব্যক্তির নিকট হইতে চাঁদাবাজি রোধে কার্যকরী ভূমিকা গ্রহণ করেন।

উপজেলা জুড়ে যেকোনো স্থানে সরকারি সম্পদ বিনষ্ট , সরকারি  বৃক্ষ কর্তন হলেই সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সরকারি সহায়তার খাদ্য, টিসিবি পণ্য বিতরণ, দরিদ্রদের জন্য স্বল্পমূল্যের চাউল বিতরণ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করে আসছেন তিনি ।

দুর্গাপুরের জনসাধারণ যে কোনো সমস্যায় ভোগান্তি ছাড়াই তাঁর নিকট উপস্থাপন করতে পারেন, তাঁর কাছে আসতে কোন অনুমতি প্রয়োজন হয় না।

ইউএনও সাবরিনা শারমিন তদবির, চাপ উপেক্ষা করে  সততা নিষ্ঠার মাধ্যমে  আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সকল স্তরে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ।

কিন্তু দুঃখের বিষয়, কিছু স্বার্থান্বেষী মহল তিনি ( সাবরিনা শারমিন ) দুর্গাপুরের দ্বায়িত্বে থাকা অবস্থায় তাদের স্বার্থ হাসিল করতে পারছেন না । অর্থাৎ চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক প্রভাব বিস্তার করে সুবিধা নিতে পারছেন না ।

তাই তারা এই সৎ মানুষটাকে দুর্গাপুর থেকে বদলি করা এবং তাঁর সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে একের পর এক পন্থা অবলম্বন করে চলেছেন।

তারই জের ধরিয়া গত ২৬শে নভেম্বর আওয়ার বাংলাদেশ নামক পত্রিকায় ” নির্বাহী কর্মকর্তার স্বজনপ্রীতিতে বিপাকে স্থানীয়রা” এই শিরোনামে এটি সংবাদ প্রকাশ হয় ।

উক্ত প্রকাশিত সংবাদের সত্যতা জানার জন্য দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবরিনা শারমিনের সাথে কথা বললে তিনি জানান, উক্ত নিউজ মন গড়া ও ভিত্তিহীন। ভাল কিছু করতে গেলে এমন মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যে প্রণোদিত কিছু বিক্ষুব্ধ ঘটনা ঘটবে । একটা মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া যে কোন সৎ মানুষের লক্ষ্য। যত বাধা আসুক আমাকে নিয়ে অপপ্রচার চালানো হোক আমি আমার নীতি ও দায়িত্ব থেকে এক চুলও সরে দাঁড়াবো না।

ইউএনও অফিস থেকে বের হওয়ার নূরজাহান বেগম (৪৬) নামের এক ব্যক্তির কাছে সাবরিনা শারমিন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ম্যাডাম খুব ভাল । আমাক চেয়ারে বসতে দিছে, নাস্তা দিছে, অনেক সময় আমার সাথে কথা কছে, আরেক স্যার কে ডাক দিয়া আমার কার্ডের ব্যবস্থা করতে বুললেন। আমার ঐখান কার মেলা মানুষের মুখে তার সুনাম সুনিছি আজ দেখনু। বড় স্যারেরা সব এমন হলে দেশের ভাল হবে।

দুর্গাপুরের সাধারণ মানুষের মনে প্রশ্নঃ কে বা কারা এই সৎ মানুষটাকে এখান থেকে সরাতে চাই এবং তার সুনাম ক্ষুন্ন করছেন তা তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে অবৈ’ধযানে কে’ড়ে নি’লো ২টি তা’জা প্রা”ন এলাকায় শো”কের ছা”য়া

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকার রনজিত দাস যিনি পেশায় একজন কলেজ শিক্ষক ও তার স্ত্রী...

নড়াইলে সদরে ৭ লক্ষ টাকার ন”কল বীজ ধংশ ব্যবসায়ীকে  জ”রিমানা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় বিপুল পরিমাণ ভেজাল বীজ জব্দ ও ধংশ করা হয়েছে। এ ঘটনায়...

যশোরে মির্জা ফখরুল ইসলামের আগমনে মণিরামপুরে শুভেচ্ছা মিছিল-ও লিফলেট বিতরণ

এম ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: ৬ই নভেম্বর, যশোর টাউনহল ময়দানে, সাবেক মন্ত্রী, ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত...

বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন বিএনপির আয়োজনে আনন্দ মিছিল

রিপন বগুড়া প্রতিনিধি ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত হওয়ায় মঙ্গলবার...