
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইলে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে সুলতান মোল্যা (৬৩) নামে ১ জন নিহত ও উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে।
গতকাল ৪ নভেম্বর (সোমবার) রাত সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে নড়াইল কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য চাঁদপুর গ্রামের জামাল এবং শরিফুল পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
এর জের ধরে সুলতান মোল্যাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী ও পুলিশ। নিহত সুলতান মোল্যা শরিফুল পক্ষের সমর্থক। হত্যাকান্ডের পর জামাল পক্ষের বাড়ি লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীরা জানান, তাদের বাড়ি থেকে গরু, স্বর্ণালংকার সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করায় বর্তমান পরিস্থিতি সাভাবিক রয়েছে।এবং ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।